বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে বাল্যবিবাহমুক্ত জেলা ঘোষণার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। তবে সকলের সহযোগিতা নিয়ে বাল্যবিবাহমুক্ত কমিটির মাধ্যমে এর বাস্তবায়ন করবে। আর এ লক্ষ্যে এ জেলাকে পুরোপুরি বাল্যবিয়ে মুক্ত করতে ‘ইউনিসেফ’ এর সহযোগিতায় পরিচালিত এসিডির ‘শিশু বিবাহ নিরোধ’ প্রকল্প ও জেলা প্রশাসন এক হয়ে কাজ করবে। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে বাল্যবিয়ে বন্ধে চাঁপাইনবাবগঞ্জে ‘বাংলাদেশে শিশু বিবাহ নিরোধের লক্ষে কিশোর কিশোরীদের ক্ষমতায়নের জন্য এলাকাভিত্তিক প্রচেষ্টা’ শীর্ষক আলোচনা ও প্রকল্প অবহিতকরণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। উন্নয়ন ও মানবাধিকার সংস্থা ‘এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি’র আয়োজনে এবং ‘ইউনিসেফ’ এর সহযোগিতায় গত মঙ্গলবার এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. এ.জেড.এম নুরুল হক।
এসিডির নির্বাহী পরিচালক সালীমা সারোয়ারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম তাজকিরুজ্জামান, ‘ইউনিসেফ’ এর রাজশাহী ও রংপুর বিভাগীয় প্রধান নজিবুল্লাহ হামিম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোছা. উম্মে কুলছুম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শ্রীমতি প্রভাতী মাহাতো, জেলা শিশু একাডেমির পরিচালক মো. শফিকুল আলম। অনুষ্ঠানে ইউনিসেফের অন্যান্য জেলা এবং বিভাগীয় প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় প্রকল্প সম্পর্কে ধারনাপত্র পাঠ করেন এসিডির ডিরেক্টর (প্রোগ্রাম) শারমিন সুবরীনা।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বাল্যবিবাহের শাস্তি ও বিভিন্ন স্কুল, কলেজে বাল্যবিবাহ রোধ কমিটি গঠন, ইউনিয়ন পরিষদের জন্মনিবন্ধন রেজিস্ট্রার আপডেট রাখার পরামর্শ দেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে বিভিন্ন উন্নয়মূলক কর্মকা-ে এই তরুণ সমাজ কীভাবে অবদান রাখতে পারে এবং বাল্যবিবাহ প্রতিরোধ করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কীভাবে সহায়তা করতে পারে সে সম্পর্কে তাদেরকে ধারণা প্রদান করেন।
সভাপতির বক্তব্যে এসিডির নির্বাহী পরিচালক সালীমা সারোয়ার বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মহোদয় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জেলাকে বাল্যবিবাহমুক্ত জেলা ঘোষণার উদ্যোগ নিয়েছেন। ইউনিসেফ এর সহযোগিতায় পরিচালিত এসিডির ‘শিশু বিবাহ নিরোধ’ প্রকল্পটি বাল্যবিবাহমুক্ত জেলা ঘোষণার কার্যক্রমে জেলা প্রশাসনের সাথে নিবিড়ভাবে কাজ করার আশা প্রকাশ করছে। ফলে সকলের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলাকে বাল্যবিবামুক্ত একটি জেলা গঠন করতে চাই।’
এছাড়া প্রকল্প অবহিতকরণ সভায় কীভাবে সমাজে বাল্য বিবাহের প্রবণতা ছড়িয়ে পড়ছে এবং এর ভয়াবহতা থেকে কিশোর-কিশোরী প্রজন্মকে কীভাবে রক্ষা করা যায় এবং বাল্যবিবাহ নিরোধে সামাজিক উদ্যোগ গ্রহণ করা যায় সে বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া সমাজে শান্তি ও সহনশীলতার পরিবেশ বজায় রাখতে কিশোর-কিশোরীরা কী ধরনের ভূমিকা রাখতে পারে সে বিষয়ে উন্মুক্ত আলোচনা হয়।
সভায় এসিডির প্রকল্প সমন্বয়কারী মো. আশরাফুল হক, প্রোগ্রাম কর্মকর্তা মো. হুমায়ুন করিব ও সাম্মি আক্তারসহ জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা, শিক্ষক, যুবক, অভিভাবক, ধর্মীয় নেতা, সামাজিক নেতা, সুশীল সমাজ, উন্নয়ন কর্মী, সাংবাদিকবৃন্দসহ প্রকল্প সম্পর্কিত সর্বস্থরের প্রকল্প অংশগ্রহণকারীগণ উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন এসিডি’র মিডিয়া ম্যানেজার আমজাদ হোসেন শিমুল।