কসবায় রতন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন করেছে তার বাবা-মা ও সন্তান। গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) উপজেলার মুলগ্রাম ইউনিয়নের ডাবিরঘর গ্রামের রাস্তায় দাড়িয়ে এই মানবন্ধন কর্মসূচী পালন করেছে। নিহত রতনের পরিবারসহ বাউরখন্ড, ডাবিরঘর, আমখার, ময়দাগঞ্জ ও শ্যামনগরের আশে পাশের গ্রামের শত শত লোক। মানববন্ধনে এলাকাবাসী ও তার পরিবারের দাবী রতন হত্যার দুই আসামী কামাল হোসেন ও সুজন মিয়া ধরা পড়লেও মুল আসামী একই গ্রামের ফরিদ সর্দারের ছেলে সোহাগ প্রভাবশালী হওয়ায় তাকে গ্রেফতার করা হচ্ছেনা। সোহাগকে দ্রুত গ্রেফতার করে মুল পরিকল্পনাকারীদের যেন বিচারের আওতায় আনা হয়।
মানববন্ধনে ডাবিরঘর গ্রামের গ্রাম কমিটির সভাপতি মো. খোকন মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে মুল হোতা কন্ট্রাক কিলার সোহাগকে গ্রেফতারসহ সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন ; মূলগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মঈনুল ইসলামসহ পাঁচ গ্রামের নেতৃবৃন্দ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন; ইউপি সদস্য হোসেন মিয়া, আক্তার হোসেন সিকদার, জাকির হোসেন, আলম মিয়াসহ অন্যরা। উল্লেখ্য মাদক ব্যবসায় বাধা দেয়ায় গত ২৮ জানুয়ারী রাতে ঘর থেকে ডেকে নিয়ে সোহাগের নেতৃত্বে নৃশংস ভাবে খুন করা হয় ডাবিরঘর গ্রামের বাবুল মিয়ার ছেলে প্রবাসী রতন মিয়াকে।