ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে দু’নারী মাদক ব্যাবসায়ী সহ ৩ জনকে আটক করেছে। এ সময় তাদের নিকট থেকে এক হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে উপজেলার চাপরাইল স্কুল মোড় থেকে তাদের কে আটক করা হয়। আটককৃতরা হল ফরিদপুরের বোয়ালমারী থানার নারী মাদক কারবারী লাবনী খাতুন (২৭), সুমিতা বেগম (৩০) ও মহসিন মোল্ল্যা (৩১)।
কালীগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মাহফুজুর রহমান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারের খবর জানতে পেয়ে রাতে পুলিশের একটি বিশেষ টিম ওই স্থানে অভিযান চালায়। সেখান থেকে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার লাবনী খাতুন (২৭), সুমিতা বেগম (৩০) ও মহসিন মোল্ল্যা (৩১) কে আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশী চালিয়ে এক হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আটককৃতরা চিহ্নিত মাদক ব্যাবসায়ী। বুধবার দুপুরে তাদেরকে মাদক আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছে।