নোয়াখালী সদর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ঝরে পড়া রোধের কারণ ও প্রতিকার বিষয়ে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, গণমাধ্যম কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ‘নাগরিক সংলাপ’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে সদর উপজেলার মধ্য ভাটিরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
নাগরিক সংলাপে অভিভাবক ও স্থানীয়রা শিক্ষার্থী ঝরে পড়ার কারণ ও প্রতিকার তুলে ধরেন। পরে এ বিষয়ে শিক্ষক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মতামত নিয়ে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম সরদার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জসিম উদ্দিন শেখ, ধর্মপুর ইউনিয়ন পরিষদ সচিব মো. সহিদুল ইসলাম, ইউপি সদস্য হাফেজ মহি উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী মমিনুল হক, মধ্য ভাটিরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম, এম.কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারজাহান বেগম প্রমূখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম সরদার বলেন, স্বাক্ষরতার হার শতভাগে উন্নীত করা ও ঝরে পড়ার হার কমাতে নাগরিক সংলাপসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এতে করে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়ে শিক্ষার্থী ঝরে পড়া রোধ হচ্ছে। বর্তমানে সদর উপজেলায় শিক্ষার্থী ঝরে পড়ার হার ৩.৯২ শতাংশ। যা অতীতের যে কোন সময়ের চেয়ে প্রশংসনীয়।