সিরাজগঞ্জের রায়গঞ্জে চাঞ্চল্যকর আনসার সদস্য মতিন হত্যাকান্ড ও ১৫ জনকে কুপিয়ে জখমের ঘটনায় অজ্ঞাতনামা ১০ জন এজাহার নামীয় ২৩ জন মোট ৩৩ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে ১১ জনকে গ্রেফতার করে বুধবার বিকেলে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেল কারাগারে প্রেরণ করা হয়েছে। নিশ্চিন্ত পুর গ্রামের মৃত শাহ জাহান আলীর পুত্র শহিদুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার রাতে রায়গঞ্জ থানায় মামলাটি দায়ের করে। মামলা দায়েরের পর রায়গঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা ১১জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে রায়গঞ্জ থানা কর্মকর্তা ইনচার্জ পঞ্চনন্দ সরকার নিশ্চিত করেন। যার মামলা নম্বর- ০৪, তারিখ ০৪/০২/২০২০, ধারা- ৩০২, ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৪২৭, ১১৪ ও ৩৪। গ্রেফতারকৃতরা হলো- নিশ্চিন্তপুর গ্রামের মোঃ তোফাজ্জল হোসেনের পুত্র মোঃ শাহ আলম সেখ (শাহিন ৩৭), মৃত মখছেদ আলী সেখ এর পুত্র মোঃ তোফাজ্জল হোসেন(৬৫), মোঃ বেলাল হোসেনের পুত্র মোঃ মিজানুর রহমান(১৯), মোঃ আনোয়ার হোসেন সেখের পুত্র মোঃ ইয়ামিন সেখ(২৪), মৃত আজিজুর সেখের পুত্র মোঃ মনিরুল ইসলাম(২৮), মোঃ জয়নাল আবেদীনের পুত্র মোঃ লিটন সেখ(৩২), মোঃ ওসমান গণির স্ত্রী মোছাঃ আমিনা বেগম(৫২), মোঃ মফিজুল ইসলামের স্ত্রী মোছাঃ জুলেখা বেগম(২৫), মোঃ সাবান আলীর স্ত্রী মোছাঃ চায়না বেগম(৫৩), মোহাম্মদ আলীর স্ত্রী মোছাঃ আল্পনা বেগম(১৯) ও মোঃ রেজাউল করিমের স্ত্রী মোছাঃ জেসমিন(৩০)। এ ঘটনায় এলাকাবাসী বৃহস্পতিবার সকাল ১১টায় রায়গঞ্জ বাজার এলাকায় মানব বন্ধন কর্মসূচি পালন করবে বলে জানা গেছে। উল্লেখ্য, সিরাজগঞ্জের রায়গঞ্জে নিশ্চিন্তপুর গ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আবদুল মতিন (৩৬) নামের এক আনসার সদস্য নিহত ও নারী পুরুষ সহ ১৫ জন আহত হয়।