একই রকম ভুল বারবার হচ্ছে কেন? প্রশ্নপত্র মুদ্রণ থেকে বিতরণ যে কোনো পর্যায়ে সামান্য বিচ্যুতি ঘটলে পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে, সে কথা কারো অজানা নয়। চলতি এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে একাধিক কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা শুরু হয়েছে, যা পরীক্ষা-সংশ্লিষ্টদের একাংশের দায়িত্বহীনতারই নজির। এসএসসি সমমানের পরীক্ষার্থীদের বয়স থাকে অল্প। এ ধরনের ভুলের শিকার কোমলমতি শিক্ষার্থীরা যে মানসিক চাপের মধ্যে পড়ে তা গুরুতর। এমন ভুলে শিক্ষার্থীদের বাকি পরীক্ষায়ও প্রভাব ফেলতে পারে। একজন শিক্ষার্থীর শিক্ষাজীবনে এ পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ ধাপ। পরবর্তী জীবনে উচ্চশিক্ষায় এ পরীক্ষার ফলাফল ভূমিকা রেখে থাকে বলে এ পরীক্ষা একটি ভিত্তি হিসেবে কাজ করে। শিক্ষার্থীরাও পরীক্ষাটিকে গুরুত্বসহকারে গ্রহণ করে।
জাতীয় শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয়কে অবশ্যই পরীক্ষা ব্যবস্থাপনা নিয়ে আরও সতর্কতা ও দক্ষতার সঙ্গে কাজ করতে হবে বলে আমরা মনে করি। বিভিন্ন কেন্দ্রে প্রায় পাঁচ শতাধিক পরীক্ষার্থীকে ভুল প্রশ্নপত্র সরবরাহ করা হয়েছে বলে সংবাদ মাধ্যমে জানা যায়। আগের বছরের অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য তৈরি করা প্রশ্নপত্র দেওয়া হয়েছে এবারের নিয়মিত পরীক্ষার্থীদের। আবার কোথাও এবারের নিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেওয়া হয়েছে আগের বছরের অনিয়মিত পরীক্ষার্থীদের। আবার কিছু কেন্দ্রে সময় বাড়িয়ে দেওয়া হলেও অনেক কেন্দ্রে সময় বাড়ানো হয়নি। কোথাও আবার পুরনো প্রশ্নেই পরীক্ষা শেষ করতে হয়েছে পরীক্ষার্থীদের। বিষয়টি রীতিমতো উদ্বেগের। এমন ভুলের শিকার হওয়া পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা এ ঘটনায় উদ্বিগ্ন না হয়ে পারে না। পরীক্ষায় ভুল প্রশ্নপত্র সরবরাহ ও প্রশ্নপত্রে ভুলের ঘটনা এই প্রথম নয়। পরীক্ষাকেন্দ্র ও প্রশ্নপত্র বিতরণের দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের কেউ কেউ বিষয়টিকে সামান্য ভুল হিসেবে দাবি করলেও এ ধরনের ভুল ছোট করে দেখার উপায় নেই। প্রশ্ন হচ্ছে এ ধরনের ঘটনা বারবার ঘটে কী করে? পরীক্ষাকেন্দ্রের সংশ্লিষ্ট দায়িত্বশীলরা যে দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেননি, এসব ঘটনা তো তারই প্রমাণ।
আমরা আশা করবো, ইতোমধ্যে যেসব ভ্রান্তি হয়ে গেছে, তার যেন আর পুনরাবৃত্তি না ঘটে। পরীক্ষার্থীরা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। এসএসসির মতো একটি স্পর্শকাতর পরীক্ষা যাতে নির্বিঘেœ সম্পন্ন হয়, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। পরীক্ষায় ভুল প্রশ্নপত্র বিতরণের ঘটনা প্রমাণ করছে আমাদের শিক্ষকদের মধ্যে অনেকেরই দায়িত্বশীলতার অভাব রয়েছে। স্বীকার করতেই হবে, কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়। ভুল প্রশ্নপত্র বিতরণের ঘটনা ইচ্ছাকৃতভাবে ঘটেছে এমনটিও ভাবা ঠিক হবে না। তবে পরীক্ষা কেন্দ্রে নিয়োজিত শিক্ষকরা সতর্ক হলে এমন ভুল সহজেই এড়ানো যেত। আমরা আশা করব, এসএসসির বাদবাকি পরীক্ষাগুলোয় এ ধরনের ভুল এড়ানো সম্ভব হবে। প্রশ্নপত্র ফাঁস ও ফাঁসের গুজব রোধেও যেনো অবলম্বন করা হয় সর্বাধিক সতর্কতা।