নীলফামারীর সৈয়দপুরে বিশ্বের একমাত্র ফাইলেরিয়া হাসপাতাল। এ হাসপাতালটিকে নিয়ে দীর্ঘ প্রায় ১ যুগ ধরে চলছে দখলদারের সাথে প্রতিষ্ঠাতার মনোমালিন্য। হাসপাতালটির প্রতিষ্ঠাতা পরিচালককে তাড়িয়ে দিয়ে স্থানীয় জাতীয় পার্টির এক নেতার নেতৃত্বে দখল করে নিয়েছে একটি স্বার্থান্বেসী মহল। তারা দখলের পর থেকে চিকিৎসার নামে যেমন চালাচ্ছে অপচিকিৎসা বাণিজ্য, তেমনি হাসপাতালের এ্যাম্বুলেন্স, আবাসিক ভবন ভাড়া দিয়ে অর্জিত অর্থ তসরুপ করছে এমন অভিযোগ উঠেছে। দীর্ঘ এসময়ে বিন্দুমাত্র সংস্কার বা উন্নয়ন কাজ পরিচালনা করা হয়নি প্রতিষ্ঠানটিতে। ফলে এটি এখন ঐতিহ্য হারিয়ে মৃতপ্রায় অবস্থায় উপনিত হয়ে ভুতুরে হাসপাতালে পরিণত হয়েছে। অথচ দেশের স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষ বা প্রশাসন তা দেখেও দেখছেন না। মাঝে মাঝে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তদন্তের নামে তদন্ত দল এসে দখলদারদের সাথে বৈঠকের আদলে খোশগল্প করে চলে যান। তদন্তের কোন ফল বা প্রতিবেদন যেমন আলোর মুখ দেখেনা তেমনি তদন্তের মাধ্যমে হাসপাতালটির উন্নয়নে নেয়া হয়না কোন পদক্ষেপ। এমনকি তদন্ত সম্পর্কে তদন্তকারী সংস্থা, বিভাগ বা কর্তৃপক্ষ এবং দখলদার গোষ্ঠিটি ব্যতিত আর কেউ কোন কিছুই জানতে পারেন না। কোন তথ্যই প্রকাশিত হয়না কোন মাধ্যমে। গত ২৭ জানুয়ারি সোমবার আবারও তেমনি একটি খোশগল্প মার্কা তদন্ত অনুষ্ঠিত হয়েছে হাসপাতালটিতে। নীলফামারী জেলা সিভিল সার্জনের নির্দেশে ৩ সদস্যের একটি তদন্ত দল এসেছিল তদন্ত করতে। তারা সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত হাসপাতালের প্রধান ভবনের তৃতীয় তলার মিলনায়তনে সুরত আলী বাবু, অফিস সহকারী বিপ্লব ও হাসপাতালের দায়িত্বরত একমাত্র চিকিৎসক ডা. আবু রায়হান তারেক এর সাথে কথা বলেন। এসময় সংবাদকর্মীরা সেখানে উপস্থিত হলে তারা জানান, মিডিয়ার সামনে তদন্ত করা যাবেনা। একান্ত গোপনেই এ তদন্ত অনুষ্ঠিত হবে। তদন্ত শেষে তারা সাংবাদিকদের কোন প্রশ্ন থাকলে জবাব দেবেন। কিন্তু দীর্ঘ সময় পর দুপুর ২ টায় তারা বেরিয়ে আসলে সংবাদকর্মীরা জানতে চাইলে কোনভাবেই মুখ খুলতে রাজি হননি তদন্ত দলের প্রধান। সৈয়দপুর ফাইলেরিয়া হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. মোয়াজ্জেম হোসেন মুঠোফোনে বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে হাসপাতালটি দীর্ঘ ১ যুগ ধরে দখল করে রেখেছে সুরত আলী বাবু নামের জাতীয় পার্টির এক নেতা। যিনি নিজেকে পল্লী চিকিৎসক হিসেবে পরিচয় দেন। আসলে তিনি কোন ধরণের চিকিৎসক তা খতিয়ে দেখা প্রয়োজন। আমার হাতে গড়া প্রতিষ্ঠান থেকে আমাকেই বের করে দেয়া হয়েছে অন্যায়ভাবে। গত ২০১১ সাল থেকে চলতি ২০২০ সাল পর্যন্ত হাসপাতালে আয় ব্যায়ের কোন হিসেব নেই। এসময়ে কখনই কোন অডিট হয়নি এখানে। ফলে সুরত আলী বাবুরা হাসপাতালটিকে সেবামূলক প্রতিষ্ঠানের পরিবর্তে নিজেদের স্বার্থ হাসিলের বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত করেছে। এমনকি ফাইলেরিয়া তথা গোদ রোগের চিকিৎসা না করিয়ে হাইড্রোসেল অপারেশনের নামে রোগীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। এভাবে তারা হাসপাতালটিকে একেবারে ধ্বংস করে ফেলেছে। তাদের এহেন অনৈতিক কর্মকান্ডের কারণে প্রতিষ্ঠা সহযোগি জাপানী দাতা সংস্থাসহ বিশ্বের অন্যান্য দাতাগোষ্ঠি সার্বিক সহযোগিতা বন্ধ করে দিয়েছে। একারণে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিধি মোতাবেক হাসপাতালটি পরিচালনার জন্য যে ধরণের আইনগত বৈধতা প্রয়োজন তা এখন আর নেই। কোন প্রকার লাইসেন্স ছাড়াই শুধুমাত্র গায়ের জোরে চলছে এটি। অথচ এদেশে সামান্য একটি ওষুধের দোকান বা পল্লী চিকিৎসকের চিকিৎসা সেবা কেন্দ্র খুলতে গেলেও ন্যুনতম রেজিষ্ট্রেশন করতে হয়। সেখানে সম্পূর্ণ বেআইনীভাবে হাসপাতালটি চালানো হচ্ছে। সম্প্রতি বাংলাদেশ প্যারামেডিকেল ডক্টরস এসোসিয়েশন এর পক্ষ থেকে হাসপাতালটি সুচারু ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার জন্য দায়িত্ব অর্পণের আবেদন করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। এর প্রেক্ষিতে ওই তদন্ত দল সেখানে গিয়েছিল বলে আমি জানি। তিনি হাসপাতালটিকে পূণঃরায় তার অতীত অবস্থানে ফিরিয়ে এনে বাংলাদেশ তথা সারা বিশ্বের ফাইলেরিয়া আক্রান্ত মানুষদের সঠিক চিকিৎসা প্রদানের মাধ্যমে দেশের সুনাম অক্ষুন্ন রাখতে সংবাদকর্মীসহ, স্থানীয় জনগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন।