গাজীপুরের কালীগঞ্জে ফিল্মি স্টাইলে ২টি জুয়েলারী দোকানসহ ১২টি দোকানের তালা ভেঙ্গে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতিকালে স্বর্ণালঙ্কার, মোবাইল, টিভি, নগদ টাকাসহ প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতদল। ঘটনার সত্যতা স্বীকার করেছেন কালীগঞ্জ থানার ওসি। ঘটনাস্থল পরিদর্শণ করেছেন গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কেএম জহিরুল ইসলাম, পঙ্ক দত্ত ও কালীগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ।
বাজার ব্যবসায়ী ও স্থানীয়রা জানায়, উপজেলার মোক্তারপুর ইউনিয়নের সাওরাইদ বাজারে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ২০/২৫ জনের ডাকাতদল পিকআপ নিয়ে হানা দেয়। প্রথমে বাজারের নৈশ প্রহরীদের অস্ত্রের মূখে জিম্মি করে হাত, মুখ ও চোখ বেধেঁ বাজারের মসজিদের চিপা গলিতে আটকে রাখে। পরে বাজারের কৃষ্ণ রায় শিল্পালয় থেকে ৩ভরি স্বর্ণ, ২৫ভরি রোপা, নগদ ৮০হাজার টাকাসহ ১টি সিন্ধুক, লোকনাথ শিল্পালয় থেকে ২ভরি স্বর্ণ, ২৫ভরি রোপা, নগদ ১৯হাজার ৫শত টাকাসহ ১টি সিন্ধুক, ফাহাদ টেলিকম থেকে ২৪টি মোবাইল সেট, নগদ ১লাখ ২০হাজার টাকাসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল, শরীফ ইলেক্ট্রনিক্স থেকে ১৩টি এলইডি টিভি যার মূল্য প্রায় ২লাখ টাকা, আওলাদ টেলিকম থেকে ৫০টি মোবাইল সেট, ১২টি চার্জার ও ৪০টি মেমোরী কার্ড, নগদ টাকাসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল, মাসুদের মুদি দোকান থেকে বিভিন্ন সিগারেটসহ ২০ হাজার টাকার মালামাল, আজাহার স্টোর থেকে নগদ টাকা ও সিগারেটসহ প্রায় ৫হাজার টাকার মালামাল, আরিফ হার্ডওয়ার্ক থেকে নগদ টাকা ও অন্যান্য জিনিসপত্রসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল, জামান সেনেটারী থেকে ২টি ছাবমার্চিবল, আজিম উদ্দিনের ভাই ভাই টেলিকম থেকে মোবাইল ও নগদ ১২ হাজার টাকাসহ প্রায় ১৪ লাখ টাকার মালামাল লুটপাটের তান্ডব চালিয়ে র্নিবিগ্নে চলে যায় ডাকাতদল।
স্থানীয়রা সাধারণ মানুষ ও সাওরাইদ বাজার ব্যবসায়ীরা পুলিশের ভূমিকা নিয়ে বলেন, আমাদের বাজারে পাহারাদার থাকার পরও ডাকাতির ঘটনায় আমরা উদবিগ্ন। আমাদের এলাকায় দীর্ঘদিন যাবৎ ডাকাতি, মানুষের কঙ্কাল ও গরুচুরিসহ একের পর এক বিভিন্ন ঘটনা ঘটেই চলছে। এ নিয়ে পুলিশের কোন মাথা ব্যাথা নেই। নিয়মিত পুলিশের টহল না থাকায় এমন ঘটনা ঘটছে। পুলিশের টহল থাকলে এ ঘটনা বার বার ঘটতনা।
এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. সাইফুল্লাহ শেখ জানান, ১২টি দোকানের তালা ভেঙ্গে প্রায় ১৪ লাখ টাকার মালামাল নিয়ে যায় দূর্ধর্ষ ডাকাতদল। তাদের আটক করে ব্যবসায়ীদের মালামাল উদ্ধারের জন্য সকলের সহযোগীতা কামনা করেন।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ-কাপাসিয়া) সার্কেল পঙ্ক দত্ত বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, প্রায় ২ মাস পুর্বে গত ৯ ডিসেম্বর উপজেলঅর নাগরী ইউনিয়নের উলুখোলা পুলিশ ফাড়িঁ সংলগ্ন উলুখোলা বাজারে ৫টি জুয়েলারী দোকানসহ ৮টি দোকানের তালা ভেঙ্গে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ঐ ঘটনায় ডাকাতদল প্রায় অর্ধ্ব কোটির টাকর মালামাল লুটপাট করে পুলিশের নাকের ডগা দিয়ে নির্বিগ্নে চলে যায়। অদ্যাবধি ঐ ডাকাতির কোন মালামাল উদ্ধার ও ডাকাতদের কাউকে আটক করতে পারে নাই পুলিশ এমনটি অভিযোগ করেন ওই বাজার ব্যবসায়ীরা।