জননেত্রী সৈনিকলীগের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মোহাম্মদ সেলিম ক্ষোভ প্রকাশ করে বলেছেন-চট্টগ্রামে অবৈধ রিক্সা এবং ভ্যান গাড়ীর রমরমা ব্যবসা চলছে। আর যারা ট্রেড লাইসেন্স নিয়ে বৈধ পন্থায় ব্যবসা করছেন; তারা আজ পথের ভিখারী হওয়ার উপক্রম হয়েছে। এখানে রিক্সা নিয়ে চলছে এক নৈরাজ্য। এতে কোনো শৃঙ্খলাও নেই। অবৈধ রিক্সা ও ভ্যান গাড়ীর চালক-মালিকরা শতকরা ৯০জন বিএনপি-জামায়াতের রাজনীতির সাথে সম্পৃক্ত। এরা সরকারের বিরুদ্ধে রাস্তায় জ্বালাও-পোড়াও আন্দোলনেও শরীক হয়। চট্টগ্রাম শহরে অন্তত তিন লক্ষ রিক্সা চলছে। এরমধ্যে ৭০হাজার রিক্সার লাইসেন্স আছে। এগুলোর মধ্যে নবায়ন হয়েছে ৬৩হাজার রিক্সার। ওদিকে ভ্যানগাড়ী চলছে দুইলক্ষ। এরমধ্যে লাইসেন্স আছে ১৪হাজার ভ্যান গাড়ীর।
বাকীগুলোর বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রশাসন কোনো ব্যবস্থাও নিচ্ছেনা। বরং পুলিশকে চাঁদা দিয়েই এসব গাড়ী রাস্তায় চলছে বলে লোকমুখে শুনা যাচ্ছে। এতে সরকার প্রতিমাসে এই খাত থেকে লক্ষ লক্ষ টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। আজ বুধবার সকালে চট্টগ্রাম সিটি রিক্সা শ্রমিকলীগ কর্তৃক আয়োজিত ‘অবৈধ রিক্সা এবং ভ্যান গাড়ীর বিরুদ্ধে করণীয়’ শীর্ষক এক মত বিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হালিশহরের সবুজবাগে সংগঠনের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় চট্টগ্রাম সিটি রিক্সা শ্রমিকলীগের ৪১ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট শ্রমিকলীগ নেতা মহিউদ্দিন গাফফার, প্রদীপ কোম্পানী, ইউছুপ কোম্পানী, মো. সবুজ, মো. হান্নান, দিদার কোম্পানী, ওয়াহাব কোম্পানী, মালেক কোম্পানী, নবী হোসেন কোম্পানী, মহিউদ্দিন কোম্পানী, আবদুর রহিম কোম্পানী, আলাউদ্দিন কোম্পানী, মিন্টু কোম্পানী, ছালাউদ্দিন কোম্পানী, রফিক কোম্পানী, বাবলু কোম্পানী, আলী আজগর, নুরুল আলম ও মো. কাদের মিয়া প্রমুখ।
চট্টগ্রাম সিটি রিক্সা শ্রমিকলীগের(রেজি:নং-২১০৩) সভাপতি ছাড়াও বহু সামাজিক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত মোহাম্মদ সেলিম সভায় আরো বলেন, এসব ভ্যান গাড়ীকে কেন্দ্র করে চট্টগ্রামে যে সমস্ত গ্যারেজ গড়ে উঠেছে সেগুলোরও কোনো ট্রেড লাইসেন্স নেই। আবার ব্যাটারী চালিত রিক্সা মাঝে মাঝে চলে। আবার পুলিশকে ম্যানেজ করে এই গাড়ী রাস্তায় চলছে। এটা নিয়ে রীতিমত ইঁদুর-বিড়াল খেলা চলছে পুরো নগরীতেই। অন্যদিকে সিটিকর্পোরেশন প্রদত্ত একটি একই নাম্বারের প্লেট জালিয়াতি করে ৪টি প্লেট তৈরী করে আলাদা আলাদা জায়গায় ভাড়া দেওয়া হচ্ছে। এই প্লেট ব্যবসায় জড়িত চৌমুহনীর দুবাই হোটেলে বসে কাদের মজুমদারসহ অন্তত ১০জন লক্ষ লক্ষ টাকা আয় করছেন। তাছাড়া অবৈধ রিক্সা এবং ভ্যান গাড়ীর গ্যারেজ গুলোতে রমরমা জুয়ার আসরও চলে। কোথাও কোথাও নারী নিয়ে উক্ত কথিত শ্রমিক নেতাদের আড্ডাও চলে। অনেকেই ২০থেকে ৩০টি ভ্যান গাড়ীর মালিক হয়ে অবৈধ গ্যারেজ দিয়ে ব্যবসা করছে। অবৈধ রিক্সার চালকরা বেশির ভাগই কিশোর গ্যাংয়েরও সদস্য। অবৈধ রিক্সা আর ভ্যান গাড়ীর কারণে শহরে নিত্যদিনের যানজট এবং দুর্ঘটনাও চলছে। অন্য ফিটনেস বিহীন গাড়ীর ব্যবসাও রমরমা চলছে। লক্কর-ঝক্কর গাড়ী বেপরোয়া গতিতে চলার কারণে অকালে রাস্তায় মানুষ প্রাণ হারাচ্ছে।
যারা এগুলো তদারকি করে তারাও নিরব দর্শকের ভূমিকা পালন করছে। এটা থেকে আমাদের পরিত্রাণ পাওয়া দরকার। অথচ প্রতিদিন যানজটে পড়ে মানুষের কর্ম ঘন্টাও নষ্ট হচ্ছে। সুতরাং উক্ত সকল অবৈধ ভ্যান গাড়ী এবং রিক্সার বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্র্যাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করতে হবে। এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, চট্টগ্রাম পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও চট্টগ্রাম মেয়র মহোদয়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি। এই ধরণের অভিযানের সময় অবৈধ গাড়ী চিহিৃত করতে আমার কোনো সহযোগিতা করতে হলেও আমি করবো। আমাকে ডাকলে অবশ্যই ঘটনাস্থলে থাকবো এবং একই সঙ্গে ভূয়া প্লেট তৈরীকারীদেরও পুলিশে ধরিয়ে দেব। আমার কাছে দুর্নীতিবাজদেও কোনো ছাড় নেই। আমি সারা জীবন সন্ত্রাস এবং দুর্নীতিকে ধিক্কার জানিয়েছি এখনো জানাই। আমরা যারা রিক্সা, ভ্যানগাড়ী এবং গ্যারেজের ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করছি তারা অবৈধ রিক্সার চালক-মালিকদের কাছে জিম্মী হয়ে আছি।