আপন বড় ভাইয়ের মেয়ে মাদ্রাসা ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় প্রতিবাদ জানিয়ে খালিদ হাসান আতাহারের নেতৃত্বে একদল বখাটের হাতুড়ী পেটার শিকার হয়েছেন এক মাদ্রাসা শিক্ষক।
শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষক মাওলানা সাহাজ উদ্দীন (৪০)নামের শ্যামনগর উপজেলার ঘোলা গ্রামের দাউদ গাজীর পুত্র এবং কাশিমাড়ী আদর্শ মহিলা মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত।
ঘোলা গ্রামের সোলায়মান গাজীর পুত্র হামলার নেতৃত্ব দেওয়া বখাটে খালিদ হাসানসহ ঐ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাহাজ উদ্দীন শ্যামনগর থানায় লিখিত অভিযোগ করেছে। গত ৪ ফেব্রুয়ারী মঙ্গলবার শ্যামনগর কেন্দ্রীয় মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষায় পরিদর্শকের দায়িত্ব পালন শেষে বাড়িতে ফেরার পথে বিকাল সাড়ে তিনটার দিতে কাশিমাড়ীর ঘোলা এলাকায় ঘটনাটি ঘটে।
জানা গেছে বখাটে খালিদ মাদ্রাসা শিক্ষক সাহাজ উদ্দীনের ভাইঝিকে মাদ্রাসা যাতায়াতের পথে প্রায়ই উত্ত্যক্ত করতো। বিষয়টি সাহাজ উদ্দীন স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের কাছে অবহিত করলে খালিদ ওই শিক্ষকের উপর ক্ষিপ্ত হয়।
আরও জানা গেছে পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন শেষে বাড়িতে ফেরার পথে বেলা সাড়ে তিনটার দিকে সাহাজ উদ্দীন ঘোলা এলাকায় পৌছালে খালিদ সহযোগীদের নিয়ে তার উপর হাতুড়ীসহ লাঠিশোটা নিয়ে হামলা করে। পরক্ষনে স্থানীয়রা উদ্ধার করে বেলা সাড়ে পাঁচটার দিকে সাহাজ উদ্দীনকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে রাতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, মাদ্রাসা শিক্ষক সমিতির জেলা সভাপতি মাওলানা ওয়াজেরুল ইসলামসহ অন্যরা তাকে দেখতে হাসপাতালে ছুটে যান।
অভিযোগ রয়েছে বখাটে খালিদ ইতঃপূর্বে একই এলাকার গাজী আবদুল হামিদ মডেল দাখিল মাদ্রাসার এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় অভিযুক্ত হয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের কাছে ক্ষমা প্রার্থনা করে রক্ষা পেয়েছিল। এ ছাড়া তার বিরুদ্ধে শ্যামনগর থানায় ইতঃপূর্বে একটি ইবটিচিং এর মামলা চলমান রয়েছে বলেও পুলিশ সুত্র নিশ্চিত করেছে।
খালিদের সাথে যোগাযোগের জন্য চেষ্টা করেও তার মুটোফোন বন্ধ পাওয়া যায়। তার মামা গাজী আনোয়ার হোসেন মিন্টু জানান, খালিদ স্থানীয় ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। কিছুদিন আগের কোন একটি ঘটনার জেরে শিক্ষক সাহাজ উদ্দীনকে মারধরের ঘটনা ঘটেছে বলে শুনেছেন। নিজে ঐ ঘটনার সাথে জড়িত নয় দাবি করে তিনি বলেন, যারা প্রকৃত ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে ভুক্তোভোগী আইনের আশ্রয়ে নিতে পারে।
শ্যামনগর হাসপাতালের চিকিৎসক ইয়াসমিন সুলতানা বলেন, মাথা ও ঘাড়সহ শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত সাহাজ উদ্দীন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষনে রয়েছেন। আপাতত সে শংকামুক্ত বলেও দাবি করেন ঐ চিকিৎসক।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইয়াছিন আলম জানান, হামলার ঘটনায় মাদ্রাসা শিক্ষক সাহাজ উদ্দীন বাদি হয়ে খালিদ হোসেন ও সোলাইমানসহ অজ্ঞাত চার/পাঁচ জনের বিরুদ্ধে মামলা (যার নং ৪) করেছে।