মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় রসুলপুর খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে দেশীয় তৈরী পাইপগানসহ দুই আসামী গ্রেপ্তার করেছে গজারিয়া থানা পুলিশ।
জানা যায় ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের মোঃ মনির হোসেন (৩৮) পিতা: হাজী খলিলুর রহমান, সাং- হোগলাকান্দি অপর আসামী মোঃ আমির হামজা (২০) হাবিজ মজিবর রহমান গ্রাম: হোগলাকান্দি গ্রামের।
গজারিয়া তদন্ত কেন্দ্রের এস আই গোলাম কিবরিয়া জানান গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর ১২.০০ ঘটিকার সময় রসুলপুর খেয়াঘাট সংলগ্ন এলাকা তল্লাশী করে তাদের কাছে দেশীয় তৈরী পাইপগান অস্ত্র পাওয়া যায়। এ ব্যাপারে গজারিয়া থানায় অস্ত্র আইনের মামলার প্রস্তুতি চলছিল।
গজারিয়া থানার অফিসার্স ইনচার্জ ইকবাল হোসেন জানান এরা দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র দিয়ে চাঁদা বাজি, ডাকাতি এবং অনেক প্রকার অপ্রিতকর ঘটনা সৃষ্টি করত তাদের বিরুদ্ধে গজারিয়া থানায় একাধিক অভিযোগ রয়েছে বলে জানান।