কুড়িগ্রামের চর রাজিবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার রাত ৯টায় উপজেলার মস্তান মোড় এলাকা থেকে ৬০ পিচ ইয়াবাসহ রানা মিয়া (৩৮)নামের ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। চর রাজিবপুর থানা সুত্রে জানান,উপজেলার জাউনিয়ার চর কড়াইডাঙ্গী পাড়া এলাকায় ইছার উদ্দিন দোকান্দারের বাড়ির ৩ রাস্তার মোড় থেকে মাসুদ রানাকে আটক করা হয়। পুলিশ জানান,গোপন সংবাদের ভিত্তিতে চর রাজিবপুর থানার তদন্ত ওসি নয়ন দাস এর নেতৃতে এসআই গোলক চন্দ্র,এ এসআই আতাউর রহমান,এ এসআই আবদুর রউফ,এএসআই নুর সাদেক, এএসআই নিরঞ্জনসহ ও সঙ্গীয় ফোর্সসহ পুলিশের তালিকা ভুক্ত মাদক কারবারী মাসুদ রানা (৩৮)কে আকট করে। পরে তার দেহ তল্যাসী চালালে তাদের নিকট ৬০ পিচ ইয়াবা পাওয়া যায়। পুলিশ আরও জানান সে এলাকার যুব সমাজের হাতে সহজেই ইয়াবা টেবলেট পৌছেঁ দিত। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন জাউনিয়ার চর লম্বা পাড়া গ্রামের সাবেক সেনা সদস্য শাহজাহান এর বড় ছেলে। চর রাজিবপুর থানার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জানান, তার নামে চর রাজিবপুর থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। বুধবার তাকে কুড়িগ্রাম কোর্টে চালান করা হয়েছে।