কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার সীমান্তে বালিয়ামারী বর্ডার হাট বুধবার(৫ফেব্রয়ারি থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে। সারা দেশ ব্যাপী আতঙ্ক কোরানা ভাইরাস এর সম্ভাবনায় কর্তৃপক্ষ হাটটি বন্ধ ঘোষনা করেছেন। এলাকাবাসী সুত্রে জানা গেছে,হাটটি দিয়ে সপ্তাহে ২ দিন ব্যাপক পরিমাণে ভারতীয় ফলমুল আমদানি করত বাংলাদেশী ক্রেতা - বিক্রেতাগণ। ফলে সীমান্ত এলাকায় জনসাধারন ওই ফল খেয়ে সর্দি,কাশি,মাথা ব্যথা ও শরীরের ব্যথায় ভুগছেন বলে জানা গেছে।এছাড়া স্বাস্থ্য পরীক্ষা ব্যবস্থা না থাকায় করোনা ভাইরাস আক্রান্ত হতে পারে বলে স্থানীয় চিকিৎসকগণ কর্তৃপক্ষকে অবগত করেন। সেই সুত্র মোতাবেক চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মেহেদেী হাসান এবং বর্ডার হাটের সভাপতি ও দায়িত্ব প্রাপ্ত এডিসি জিলুফা সুলতানা কুড়িগ্রামের আদেশক্রমে বর্ডার হাট সাময়িক ভাবে বন্ধ ঘোষনা করেছেন। করোনা ভাইরাস এর অবস্থা উন্নতি হলে পুনরায় হাটটি চালু করা হবেও জানান।