রাজশাহীর গোদাগাড়ীর আমনুরা মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় হামিদুরের ছেলে সোহাগ (১২) ও আলমগীরের ছেলে সুমন (১১) নামের দুই স্কুল ছাত্র নিহত হয়েছে। জাহিদ (১১) নামের অপর এক স্কুল ছাত্র আহত হয়ে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা রাতাহারি গ্রামের বাসিন্দা। এবং স্থানীয় ব্র্যাক স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র।
বুধবার সকাল পৌনে ১০ টার দিকে উপজেলার সাধুরমোড় ত্রিমোহনী মোড়ে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শিরা জানান, সকালে দ্রুতগতির আমনুরার দিক হতে আসা গোদাগাড়ী গামী একটি মাইক্রো যাচ্ছিলো একই সাইকেল তিন বন্ধু সাইকেলে যোগে সাইকেল ঠিক করতে গেলে সড়কের উপর মাইক্রোবাসটি সাইকেলে ধাক্কা দিলে পাশ্বে পড়ে গিয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, এই মোড়টি ত্রি মহোনী হওয়ায় খুব ঝুকিপূর্ণ প্রায় দুর্ঘটনা ঘটতে থাকে তাই ওই ঝুঁকিপূর্ণ মোড়ে স্পীড বেকারের দাবি জানিয়েছেন।
এদিকে এই সড়ক দুর্ঘটনায় নিহত দুই পরিবার ও এলাকায় শোকের মাতম চলছে।
গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) নৃত্যপদ দাস জানিয়েছেন নিহতদের পরিবারের সাথে কথা বলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।