রাজশাহী পুঠিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামে দীর্ঘ যাবত চোলাই মদের কারখানায় রমরমা ব্যবসা হচ্ছে। এলাকাবাসীদের অভিযোগ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ,পুঠিয়া থানা পুলিশসহ কয়েকটি আইন প্রয়োগকারী সংস্থার লোকজনকে মাসোহারা দেয়ার কারণে চোলাইমদের কারখানাটি (ভাটি) বন্ধ হচ্ছে না। দেখা গেছে, পুঠিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামে সাঁতালপাড়ায় দীর্ঘ দিন যাবত ধরে চোলাই মদে কারখানাটিতে মদ উৎপাদন করে আসছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কারখানাটিতে শত শত লিটার চোলাই মদ দেশের বিভিন্ন প্রান্তে প্রকাশ্যে বিভিন্ন মাধ্যমে পাচার হয়ে যাচ্ছে। থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তার মাসোহারা কারণে দেদারছে ব্যবসা করছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসীরা জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের কোনো নতুন কর্মকর্তা আসার পর প্রথম প্রথম কিছু দিন হাতে গোনা দু’চার জন মাদক ব্যবসায়ীদের আটক করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। পরে তাদের সাথে নতুন করে মাসোয়ারা চুক্তি করার পার,অভিযান ঢিলেঢালা ভাবে চলতে থাকে। চোলাই মদের কারখানাগুলি বর্তমানে নিয়ন্ত্রয়ণ করছে,ক্ষমতাসীন দলের ছাত্রলীগ, যুবলীগের কয়েকজন নেতাকর্মীরা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তিরা জানায়, বর্তমানে পৌর এলাকার ভেতরে একাধিক স্থানে হিরোইন, গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য প্রকাশ্যে বিক্রি হচ্ছে। সাঁতালপাড়া গ্রামের মাদক বিক্রেতারা বলেন, মাদকদ্রব্য অফিসের পক্ষে মাসোহারা উঠান শক্তি সরদার ও তার মেয়ে চামেলী সরদার। চোলাই মদের কারখানাটি থানার কাছে হওয়ায় কারণে থানা পুলিশ নিজেরাই টাকা উঠায়ে থাকেন। সাঁতালপাড়ার নাম প্রকাশে অনিচ্ছুকরা বলেন, শক্তি সরদারে মেয়ে চামেলী সরদার চোলাই মদের পাশাপাশি ইয়াবা এবং দেহ ব্যবসা করছে। সাঁতালপাড়ার ৩০টি পরিবারের মধ্যে গনেশ সরদার, লিলু সরদার, অঞ্জলী সরদার, রামনাথ সরদার, ধানু সরদার, বকুল সরদার, মেঘা সরদার, খুকু সরদার, বড়ি সরদার, পুতুল সরদার এরা সবাই চোলাই মদ তৈরির সঙ্গে জড়িত।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে (পুঠিয়া সার্কেল) পরির্দশক মোঃ মোস্তফা জামান বলেন, আমার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে কোনো সদস্য চেলাই মদ তৈরি কারখানার মাসোহারার সঙ্গে জড়িত না। আমরা মাঝেমধ্যে সাঁতালপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিপনা দিয়ে থাকি। এ ব্যাপারে পুঠিয়া থানার কর্মকর্তা ইনর্চাজ রেজাউল ইসলাম বলেন, সাঁতালরা খেতে পারে। তারা বিক্রি করতে পারবে না। বিষয়টি আমি দেখছি।