বাকেরগঞ্জ উপজেলা ভূমি অফিসের দুর্নীতিবাজ সার্ভেয়ার আক্তারুজ্জামানের অনিয়ম ও দুর্নীতির চরমে পৌঁছেছে। তার ভেলকিবাজিতে অসহায় হয়ে পড়েছে উপজেলা ভূমি অফিসে সেবা নিতে আসা ভুক্তভোগীরা। বাকেরগঞ্জ পৌর এলাকার বাসীন্দা সাংবাদিক মোঃ হাবিবুর রহমানের নিজ বাসায় যাতায়াতের রাস্তা অন্য আরেকজন তৃতীয় পক্ষের নামে অর্থের বিনিময়ে ইজারা প্রদান দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি বরিশাল জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জে এল নং ৪৩ মৌজাঃ রঙ্গশ্রী, এসএ ১১৩ নং খতিয়ানের হাল ২০৭ নং দাগের ০.২১৫০ একর ভূমি ভিপি রয়েছে। তাহার মধ্যে সাংবাদিক হাবিবুর রহমান ২০১৯ সালের ১৬ অক্টোবর ৬ শতাংশ জমি তার বাড়ির চলাচলের রাস্তা ও দখলীয় সম্পত্তি ৫/৮৫ নং ভিপি কেস ১৪২৬ সনের তৃতীয় পক্ষকে ইজারা দেয়ায় তিনি ওই ইজারা বাতিল পূর্বক পূণঃতদন্ত করে দখল স্বত্ব হিসেবে পুনরায় তাকে ইজারা দেয়ার জন্য জেলা প্রশাসকের নিটক আবেদন করেন। ওই আবেদনের আলোকে ২০১৯ সালের ২০ অক্টোবর স্মারক নং-০৫.১০.০৬০০.১২২.৫০.০১১.১৬-৭৪৫ বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ভূমি (অর্পিত সম্পত্তি সেল) মহমুদা কুলসুম মনি স্বাক্ষরিত একটি চিঠি বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি বরাবর প্রেরণ করেন। তার আবেদনটি তদন্তধীন অবস্থায় স্থানীয় ভূমিদস্যু হাবিবুর রহমান খলিফা, বাদল খলিফা ও রশিদ খালিফারা ওই জমির বাঁশের বেড়া ও কাঠের টিনশেড ঘর ভেঙে জোরপূর্বক পাকা নির্মাণ করেন। দৈনিক দক্ষিণের কাগজের সম্পাদক ও প্রকাশক মোঃ হাবিবুর রহমান জেলা প্রশাসকের নিকট লিখিত আবেদন করলে করলেও উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আক্তারুজ্জামান তৃতীয় পক্ষের নিকট থেকে অর্থের বিনিময়ে তার বাড়ি চলাচলের রাস্তাটি তার ভোগদখলে নয় মর্মে উল্লেখ করে একটি মিথ্যা প্রতিবেদন দাখিল করেন। অথচ ওই রাস্তাটি দিয়ে দীর্ঘ ৬০ থেকে ৭০ বছর ধরে তিনি ও পরিবার ভোগ দখল করে যাতায়াত করছেন। সাংবাদিক হাবিবুর রহমান এ বিষয়ে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পুনরায় তদন্ত পূর্বক সরকারি বিপি সম্পত্তি লিজ দেয়ার দাবি জানিয়েছেন।