পঞ্চগড়ের আটোয়ারীতে এক কলেজ পড়-য়া শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অপরাধে এক বখাটে ড্রাইভারকে ভ্রাম্যমান আদালতে ৩ মাসের জেল দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী ও ভিকটিমের সাথে কথা বলে জানা গেছে, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সকালে প্রতিদিনের ন্যায় ওই শিক্ষার্থী প্রাইভেট এবং ক্লাস করার উদ্যেশ্যে বাই-সাইকেল যোগে তার বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে পাশর্^বর্তী ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর গ্রামের জনৈক মৃত: আবদুর রশিদের ছেলে পেশায় ড্রাইভার মো: বিপ্লব রানা (৩২) ওই শিক্ষার্থীকে ঘন কুয়াসাছন্ন রাস্তায় একা পেয়ে উত্ত্যক্ত করে। ভিকটিম ঘটনাটি এলাকাবাসীকে জানায় এবং পরে লম্পট ড্রাইভারকে আটক করে মো: আনসারুল নামে জনৈক ব্যক্তির জিম্মায় দেয়া হলে ড্রাইভার বিপ্লব সেখান থেকে কৌশলে পালিয়ে যায়। এদিকে ঘটনাটির খবর পেয়ে তাৎক্ষণিক আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন সুলতানা ঘটনাস্থলে পৌছান এবং ভিকটিমের বাড়ি গিয়ে তার সাথে কথা বলেন। পরে গাড়ির মালিক বিপ্লবকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে তাকে ৩ মাসের কারাদ- প্রদান করা হয়।