পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কবরখালী খালের চর থেকে উদ্ধার বাঘটির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ অফিসে মরাদেহটির ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। পরে অফিস সংলগ্ন বনে বাঘটির মরদেহটি মাটি চাপা দেওয়া হয়। এ সময় শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা শাহীন, শরণখোলা রেঞ্জর সহকারি বন সংরক্ষক জয়নাল আবেদিন, মোরলগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আবদুল কুদ্দুস, ওয়াইল্ড টিমের প্রতিনিধি আলম হাওলাদার, স্থানীয় গনমাধ্যমকর্মী ও বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কবরখালী খালের চর থেকে কুমিরে খাওয়া বাঘটির মরদেহ উদ্ধার করে বনরক্ষীরা। পরে বিকেলে দূবলার চরের কুপিলমনি এলাকায় মরদেহটি মাটি চাপা দিয়ে রাখা হয়। বন বিভাগের সকল প্রক্রিয়া শেষে মঙ্গলবার এ ময়নাতদন্ত সম্পন্ন হল।
মোরলগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আবদুল কুদ্দুস বলেন, ধারণা করা হচ্ছে বাঘটি পূর্ন বয়স্ক ছিল। রোগাক্রান্ত হয়ে মারা গেছে। তার বিভিন্ন অঙ্গ প্রতঙ্গ পচে গেছিল। আমরা প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছি। এর উচ্চতর পরীক্ষা নিরিক্ষা শেষ হলে বাঘটির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
শরণখোলা রেঞ্জর সহকারি বন সংরক্ষক জয়নাল আবেদিন বলেন আমরা সফলভাবে বাঘটির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করেছি। প্রয়োজনীয় আলামত বন বিভাগের ফরেন্সিক ল্যাবে পাঠানোর প্রস্তুতি চলছে। বাঘটির মরদেহ অফিস সংলগ্ন এলাকায় মাটি চাপা দেওয়া হয়েছে।