বগুড়ায় ডিবি পুলিশের হাতে গরু চোরাই চক্রের ২ চোর পাকড়াও হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে একটি মূল্যবান বিদেশী গরু। তালা ও শেকল কাটার জিনিষপত্র। জব্ধ করা হয়েছে মিনি ট্রাক। মঙ্গলবার ভোর রাতে শহরের ৪মাথা এলাকায় তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো কাহালু উপজেলার শিকড় প্রামানিকপাড়ার আলমগীর হোসেনের ছেলে আবদুস সালাম (২৭) এবং অন্যজন একই উপজেলার পিলকুঞ্জ চকপাড়ার তফসের প্রামানিকের ছেলে ইউনূছ প্রাং((৩০)।
বগুড়া জেলা ডিবি পুলিশের একটি দায়িত্বশীল বিষয়টি নিশ্চিত করে এফএনএস’কে জানায়, মঙ্গলবার ভোর রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শহরের চারমাথা কেন্দ্রীয় বাস ট্রামিন্যাল এলাকায় ঢাকামুখী একটি গরুবোঝাই নং(ঢাকা -মেট্রো-ন-১৯-১১২৫) ট্রাকের গতীরোধ করে।
এসময় ট্রাকে থাকা আটককৃতদর অসঙ্গলগ্ন কথা বার্তায় ডিবি নিশ্চিত হয় তারা গরু চোরাই চক্রের সাথে জরিত। পরে আটককৃতরা ডিবির কাছে ঘটনার স্বিকারোক্তি মূলক জবানবন্দিতে জানায় ,শিবগঞ্জের পিরব এলাকা থেকে তারা গুরুটি চুরি করে এনেছে। গরুটি অষ্ট্রেলিয়ান জাতের গাভী। যার আনুমানিক মূল্য দেড় লক্ষাধিক টাকা। এ সময় ট্রাকে তল্লাশীকালে বড় সাইজের কাটার সহ তালা ও শেকল কাটার জিনিষ পত্র উদ্ধার করে ডিবি।