বগুড়ায় বালু বোঝাই ট্রাকের নিচে পিষ্ট হয়ে নিহত ভাগিনার পর হাসপাতালে মারা গেলেন আহত মামা পলাশ সরকার(২০) ।
পলাশ শিবগঞ্জ থানার বুড়িগঞ্জ সাহাপাড়ার নেপাল সরকারের ছেলে।
মঙ্গলবার দুপুরে ভাগিনা মনি(১২)কে সাথে নিয়ে তার মামা পলাশ বাড়ী যাচ্ছিলেন। এসময় তারা মামা ভাগ্নে চৌমহুনী বাজারে সড়ক পারাপার হবার সময় বেপরোয়া গতীর একটি বালু বোঝাই ট্রাক তাদের ধাক্কা দেয় । এতে ঘটনাস্থলেই ভাগিনা মনি নিহত হয়।
পরে গুরুত্বর অবস্থায় লোকজন আহত পলাশকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় । সন্ধ্যার আগে চিকিৎসাধিন অবস্থায় মামা পলাশের মৃত্যু হয়। পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।