পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের ঐতিহ্যবাহী কোলাদী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কতিপয় সদস্যর বিরুদ্ধে সীমাহীন দূর্নীতি, আর্থিক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। ফলে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা মুখ থুবরে পড়েছে। এক লিখিত অভিযোগে জানা গেছে, ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল করিম খান এবং সদস্য রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্মকর্তা রেজাউল ইসলাম জনু জামায়াত ইসলামীর নেতা ও মানবতা বিরোধী অপরাধে দন্ডিত মাওলানা আব্দুস সোবহানের ঘনিষ্ঠ সহচর এবং জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ঐ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মুঞ্জুরুল করিম মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। সম্প্রতি শিক্ষক কর্মচারী নিয়োগ নিয়ে মতপাথর্ক্যের কারণে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও পরিচালনা পরিষদ সভাপতির বিরোধ সৃষ্টি হয়। এ কারণে অদক্ষতার অভিযোগ এনে স্কুলের সভাপতি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অবৈধভাবে সাময়িক বরখাস্ত করেন। সুত্র জানায়, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও সহকারী লাইব্রেরিয়ান নিয়োগ পদে দিয়ে সভাপতি ও কয়েকজন সদস্য প্রার্থীদের কাছ থেকে ২০ বিশ লাখ টাকা উৎকোচ নেন। আদায়কৃত টাকার মধ্যে থেকে মাত্র ৮ লক্ষ টাকা বিদ্যালয়ের নামের অগ্রনী ব্যাংক, দুবলিয়া বাজার শাখায় অনলাইনে জমা দেওয়া হয়েছে। বাকী টাকা সভাপতি আব্দুল করিম খান ও সদস্য রেজাউল ইসলাম জনু আতœসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। কমিটির সদস্যদের অর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও নীতিমালা বর্হিভুত কাজে বিরোধিতা করায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মিথ্যে অভিযোগ দিয়ে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করা হয় বলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মুঞ্জুরুল করিম জানান।
সুত্র জানায়, বিদ্যালয় প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা ও দাতা সদস্য মোঃ আব্দুল গফুর মোল্লা, জমি দাতা মোজাহার আলী মন্ডল, নিফাজ উদ্দিন খান, আব্দুল জব্বার বিশ্বাস, আজিজুর রহমান বিশ্বাস, প্রথম স্কুলের ঘরদাতা জালাল উদ্দিন বিশ্বাস চাঁদুর নাম বাদ দিয়ে কোন প্রকার দান করেননি এমন ব্যক্তি লুৎফর রহমান শেখকে দাতা সদস্য মনোনীত করা হয়। বিদ্যোৎসাহী (শিক্ষানুরাগী) সদস্য পদে অনিয়মের মাধ্যমে দুই জন মোঃ আব্দুল করিম খান ও রেজাউল ইসলাম জনুকে মনোনিত করে আব্দুল করিম খান নিজেই সভাপতি নির্বাচিত হন। এ ব্যাপারে কোলাদী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল করিম খান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, মাওলানা আব্দুস সোবহান তার কিছুই হয়না। এক সময় এই এলাকায় জামায়াতের প্রাধান্য ছিল। এখন কিছুই নেই। বরখাস্তকৃত প্রধান শিক্ষক অযোগ্য হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ জন্য সে আমাদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে।