চট্টগ্রামের ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে অন্তত আড়াই লক্ষাধিক লোকের বসবাস। আগামী সিটি নির্বাচনকে সামনে রেখে এই ওয়ার্ডে অন্তত ৬জন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মাঠে চষে বেড়াচ্ছেন। দোয়া চাইছেন নানাভাবে। কেউ কেউ নিজকে প্রতিষ্ঠিত সমাজসেবক দাবি করে নিজের কর্মকা- তুলে ধরছেন মানুষের সামনে। তবে ভোটাররা সুষ্ঠু ভোট হলে পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করবেন বলে প্রার্থীদের সাফ জানিয়ে দিচ্ছেন। স্থানীয় এলাকাবাসী জানায়, ওই ওয়ার্ডে দীর্ঘ সময়েও গড়ে উঠেনি সরকারি মাধ্যমিক স্কুল কিংবা কলেজ। আবার চসিক পরিচালনাধীন কোনো শিক্ষা প্রতিষ্ঠানও নেই। এই সুযোগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। এই সকল প্রতিষ্ঠানের কাছে অভিভাবকরা জিম্মী।
তাছাড়া অলি-গলিগুলোও অপরিকল্পিত। হাউজিং এস্টেটের পরিকল্পিত আবাসিক এলাকাগুলো হয়েছে দখলও। খাল-নালা দখল করে ইমারত গড়ে ওঠায় গত কয়েক বছর বর্ষাকালে জলাবদ্ধতা হয় ওয়ার্ডটিতে। এখানে নি¤œ আয়ের মানুষ বসবাস করেন। প্রবাসীও আছেন নগন্য। নিউ আই ও নিউ জে ব্লকের মাঝামাঝি বিডিআর মাঠের দক্ষিণে গড়ে ওঠা আরবান ডিসপেনসারি স্বাস্থ্যসেবা প্রাপ্তির মূল ভরসাস্থল। কিন্তু এখানে স্বাস্থ্যসেবা সংকুচিত। শহরের নানা জায়গায় যেতে হলে বদলাতে হয় বেশ কয়েকটি লক্কর-ঝক্কর গাড়ি। গণপরিবহনে নানাভাবে হয়রানি হচ্ছে এই ওয়ার্ডের জনগণ। উক্ত ওয়ার্ডে দ্বিতীয় মেয়াদে কাউন্সিলরের দায়িত্ব পালন করছেন মোরশেদ আকতার চৌধুরী। তিনি বলেন, বিগত ৫ বছরে ওয়ার্ডে অন্তত ১৪০ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন রাস্তাঘাট, ব্রিজ ও কালর্ভাটের নির্মাণ করা হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আসন্ন নির্বাচনেও তিনি প্রার্থী হওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন। এছাড়া এই ওয়ার্ডে নির্বাচন করতে তৎপর রয়েছেন বিশিষ্ট সমাজসেবক নুরুল হুদা চৌধুরী, অধ্যাপক মো. ইসমাইল, সুজিত দাশ, মো. এনামুল হক বাবলু ও মোশাররফ হোসেন খোকন।
কাউন্সিলর মোরশেদ আক্তার চৌধুরী বলেন, ওয়াসার খোঁড়াখুঁড়িতে জনদুর্ভোগ হওয়ায় সিটি কর্পোরেশন অনেক বেকাদায় পড়েছে। তবুও ওয়াসার উন্নয়ন শেষে নগর জুড়ে মানুষ পানির সুফল জনগণ ভোগ করবে। সূত্র জানায়, রাস্তায় ওয়াসার কাজের কারণে ধুলাবালিতে অতিষ্ঠ মানুষজন। উক্ত ওয়ার্ডটি চট্টগ্রাম-১০ নির্বাচনী এলাকার অংশ। ওয়ার্ডে ভোটার সংখ্যা অন্তত ৬৫ হাজার। ডা. ফজলুল- হাজেরা ডিগ্রি কলেজ ওয়ার্ডের একমাত্র উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান। প্রতিদিন গণপরিবহনের অভাবে শিক্ষার্থীরা নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে। বাস সার্ভিস প্রয়োজন হলেও নেই। এখানে ৪-৫টি মাধ্যমিক স্কুল আছে। কিন্তু কোনোটিই সরকারি নয়। ৭-৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ওয়ার্ডের পশ্চিমে বঙ্গোপসাগরের উপকূল। এতে করে পর্যটন স্পট হিসাবে দক্ষিণ কাট্টলী ওয়ার্ড হতে পারে একটি মডেল ওয়ার্ড। কিন্তু এত বছরেও স্পট গড়ে না ওঠায় আছে মানুষজন হতাশ। এলাকাবাসীর অভিযোগ, ওয়ার্ডের অলিগলিতে মাদক ব্যবসা রমরমা চলছে। রাতের বেলা আতজবাজি বিস্ফোরণের কারণে মানুষজন অতিষ্ঠ। লাইসেন্স বিহীন রিক্সা, ভ্যান গাড়ী ও বিভাটেক দিনে-রাতে চলছে। এ ব্লক বাসস্ট্যান্ড, ছদু চৌধুরী রোড, আবদুর পাড়া, জেলেপাড়া, সাগরপাড় বিটাক বাজার, ফইল্ল্যাতলী বাজারসহ অলিগলিতে ইয়াবাসহ বিভিন্ন মাদক মাদকের কারবার চলছে। নয়াবাজার-ফইল্যাতলী রোড, এ ব্লক, আই ব্লক, বিডিআর মাঠ সংলগ্ন সড়ক, আর্টিলারি সড়ক গত কয়েক বছর ধরে বেহাল। এসব সড়কে ওয়াসার খোঁড়াখুড়ির পর তা মেরামত করা হয়নি। কোথাও কোথাও সংস্কার কাজও চলছে ধীরগতিতে। এ ব্লক ও আই ব্লক এলাকার সড়কগুলো সম্প্রতি দখলমুক্ত করা হয়েছে। কিন্তু দীর্ঘদিন সংস্কার হয়নি। আই ব্লক রাস্তার দুই পাশের চাঁদার বিনিময়ে চলছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। ওদিকে ফইল্যাতলী থেকে সাগরপাড় পর্যন্ত কয়েকটি স্থান একেবারে বেহাল। ওদিকে সর্বদলীয় নাগরিক ঐক্য পরিষদের সমর্থন নিয়ে কাউন্সিলর প্রার্থী হবেন মো নুরুল হুদা চৌধুরী। যিনি নিজকে আওয়ামী পরিবারের একনিষ্ঠ ব্যক্তি হিসেবে ভোটারদের কাছে নিজের পরিচিতি তুলে ধরছেন।
তিনি ইতিপূর্বে সমাজে অবহেলিত মানুষদের জন্য ব্যাপক কাজ করেছেন। বিশেষ করে শিক্ষার্থীদের লেখাপড়া এবং গরীব মেয়েদের বিয়েতে তিনি সাধ্যমত সাহায্য করছেন। গত ৩রা ফেব্রুয়ারি রাতে একটি চাইনিজ রেস্টুরেন্টে বিশিষ্টজনদের নিয়ে তিনি এক মত বিনিময় সভার আয়োজন করেন। সভায় তিনি জনগণের সেবক হিসেবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। এসময় তিনি স্বল্প আয়ের মানুষের সন্তানদের শিক্ষিত করে গড়ে তোলার পাশাপাশি দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের নানা স্বপ্নের কথা তুলে ধরেন উপস্থিত লোকজনের মাঝে। বেকার যুবকদের কর্মসংস্থানে সহযোগিতার আশ্বাস, বাসিন্দাদের সর্বোচ্চ নাগরিক সুবিধা প্রদানের অঙ্গীকার এবং দক্ষিণ কাট্টলীকে একটি মডেল ওয়ার্ড হিসাবে প্রতিষ্ঠা করার পরিকল্পনা নিয়ে এবার নতুন করে মাঠে নেমেছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো. ইসমাইল। তিনি ব্যবসায়ী হিসেবে বেশি পরিচিত। ২০০৫ ও ২০১০ সালে কাউন্সিলর নির্বাচনে অংশ নেওয়া আরেকজন খন্দকার এনামুল হক বাবলু। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও বাসিন্দাদের বিভিন্ন নাগরিক সুযোগ-সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। সন্দ্বীপবাসীর জনসমর্থন নিয়ে মোশাররফ হোসেন খোকন ইতিমধ্যে কয়েকটি সভা করছেন। তিনিও সাধারণ মানুষের কল্যাণ এবং মাদকমুক্ত ওয়ার্ড করার জন্য প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি ওই ওয়ার্ডকে আধুনিক ওয়ার্ডে রূপান্তর করার বিষয়ে সর্বদা মাঠে রয়েছেন। অপরদিকে ১১, ২৫ ও ২৬ নং ওয়ার্ডে সংরক্ষিত কাউন্সিলর পদে বর্তমান কাউন্সিলর জেসমিনা খানম, নার্গিস আক্তার নিরা, হুরে আরা বিউটি, সুপ্তি তলাপাত্র ও রাধারাণী দেবী (টুনটু মুন) নির্বাচনে প্রার্থী হবেন বলে জানাগেছে। তারা নিরবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন ওয়ার্ডে ওয়ার্ডে।