যাদের হাতে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ার দায়িত্ব, তারাই যখন আদালতের নির্দেশ অমান্য করে নগরীর পরিবেশের ক্ষতিকর কার্যক্রমে জড়িয়ে যান, তা হলে এ নগরী রক্ষা করবে কে? ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচন ঘোষণার সাথে সাথে প্লাস্টিক লেমিনেটেড পোস্টারের ব্যবহার নিষিদ্ধ করে নির্দেশনা দেয়া হলেও তা মানা হয়নি। অথচ প্রার্থীরা দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছেন। ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পরও রাজধানীজুড়ে এখনো ঝুলছে পোস্টার। আমরা জানি, পোস্টার অবশ্যই অপসারণ হবে, কিন্তু পলিথিনের কী হবে? পলিথিনে মোড়ানো পোস্টার পোড়ালে তা থেকে যে পরিবেশ দূষণ হয় তাতে মানুষের ক্যান্সারের আশঙ্কা থাকে। এ ছাড়া মাটিতে পুঁতে ফেলা হলেও মাটির উর্বরতা নষ্ট হয়ে ফসল উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। আবার বৃষ্টিতে তা নগরীর ড্রেনেজ ব্যবস্থা অচল করে দিয়ে নগরীকে পানিতে ডুবাবে। এ ছাড়া পানিতে ভেসে গিয়ে যদি তা নদীতে পড়ে তবে সেখানে নদীর পানি দূষিত হয়ে মাছের ক্ষতি করবে।
প্রার্থীদের টানানো লেমিনেটেড পোস্টার বর্জ্যে রাজধানীতে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। পোস্টারগুলো প্লাস্টিকে মোড়ানো থাকায় তা প্রক্রিয়াজাতকরণ সম্ভব নয়। ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ব্যবহৃত পলিথিন ও পোস্টার নিয়ে সমীক্ষা পরিচালনা করেছে একটি বেসরকারি সংস্থা। তাদের দেওয়া তথ্যমতে, দুই সিটির বড় দলের মেয়র পদপ্রার্থীরা প্রত্যেকে গড়ে ৩০ লাখ পলিথিনে মোড়ানো পোস্টার সাঁটিয়েছেন। কাউন্সিলর এবং মেয়র পদপ্রার্থীরা প্রায় ৩০ কোটি পোস্টার টাঙিয়েছেন রাজধানীতে। এসব পোস্টারের বেশির ভাগই পলিথিনে মোড়ানো। নির্বাচনের প্রচার চলাকালীন শুধু পলিথিন বা প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়েছে ২ হাজার ৫০০ টনের মতো। সিটি নির্বাচনে ব্যবহৃত এই বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য ও পোস্টার রাজধানীর অলিগলি ছাড়িয়ে খালেও ছড়িয়েছে। প্লাস্টিক বর্জ্য আলাদাভাবে সরানোর পরিকল্পনা করা হলেও তা আদৌ কতটা সম্ভব তা নিয়ে সন্দেহ রয়েছে বিশেষজ্ঞদের। কোনোভাবেই প্লাস্টিকে মোড়ানো পোস্টার খোলা অবস্থায় বা ল্যান্ডফিল স্টেশনে না ফেলার অনুরোধ করেছেন পরিবেশবিদরা।
ইতিপূর্বে নির্বাচনী প্রচারণায় পোস্টার থাকলেও তা লেমিনেটেড ছিল না। এতে নির্বাচনের পর তা মাটির সাথে মিশে যাওয়া সহজ ছিল। কিন্তু বর্তমান সময়ে পলিথিনের মোড়ক দেয়া পোস্টার পরিবেশ এবং শহরের স্বাভাবিক অবস্থাকে মারাত্মক হুমকির দিকে ঠেলে দিয়েছে। কারণ সাধারণ কাগজ সহজে ধ্বংস হয়ে গেলেও পলিথিনের তৈরি পোস্টার সহজে ধ্বংস হবার নয়।
নির্বাচনী আচরণবিধিতে নির্বাচন শেষে প্রার্থীর পোস্টার সরানোর নির্দেশনা রয়েছে। অতীত অভিজ্ঞতায় বলা যায়, হারজিতের পর প্রার্থীরা পোস্টার সরান না। বিজয়ী মেয়রদ্বয়কে অভিনন্দন জানিয়ে আমরা বলতে চাইÑ আগামী পাঁচ বছর দুই মেয়র রাজধানীর উন্নয়নে কাজ করবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ। পরাজিত প্রার্থীদের অপেক্ষায় না থেকে দুই সিটি করপোরেশন পোস্টার সরানো ও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে অসন্তোষের ক্ষতে স্বস্তির প্রলেপ দিতে সক্ষম হবেন। দুই নগরপিতার সফল ও সার্থক মেয়াদ আমরা প্রত্যাশা করছি।