বিশ্বের অনেক দেশেই মায়ের গর্ভে থাকা শিশুর লিঙ্গ পরিচয় শনাক্তকরণ এবং পরিচয় প্রকাশের ক্ষেত্রে নীতিমালা রয়েছে। প্রতিবেশি দেশ ভারতও এ বিষয়ে নীতিমালা করেছে। গর্ভের শিশুটি ছেলে না মেয়ে তা জানার প্রয়োজন আছে, যদি তা চিকিৎসক মনে করেন, যদি মা অথবা গর্ভের শিশুটির কোনো ধরনের চিকিৎসার প্রয়োজন হয়। কিন্তু আমাদের দেশে এ নিয়ে কোনো নীতিমালা বা নির্দেশনা না থাকায় গড়পরতাভাবে গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা হয়। গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় শনাক্ত করলে বা লিঙ্গ পরিচয় প্রকাশ করলে সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী গর্ভের শিশুর মায়ের অধিকার এবং সম্মান লঙ্ঘন করা হচ্ছে। দেখা যায়, পর পর দুটি কন্য শিশুর পর তৃতীয় শিশুটিও যদি মেয়ে হয়, সেটি শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সেই মায়ের ওপর মানসিক চাপ সৃষ্টি হয়, অনেক সময় অত্যাচারও সহ্য করতে হয়। তাছাড়া লিঙ্গ পরিচয় শনাক্ত হলে অনেক মাকে গর্ভনাশ করতে বাধ্য করা হয়। তাতে তার মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়। অনেক সময় মায়ের ওপর শারীরিক মানসিক অত্যাচার, নিপীড়নের কারণে গর্ভের শিশুটির শারীরিক বৃদ্ধি ক্ষতিগ্রস্ত হয়। জন্মের পর বিকাশ বাধাগ্রস্ত হয়। তাই গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশে একটি নীতিমালা জরুরি।
গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় জানা এবং তা প্রকাশ বন্ধে নীতিমালা তৈরি বা নির্দেশনা কেন সরকার দিচ্ছে না- সেই প্রশ্ন তুলেছে হাইকোর্ট। ওই নীতিমালা তৈরি বা নির্দেশনা দিতে সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন ‘অবৈধ ও বেআইনি’ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে সর্বোচ্চ আদালত। সেই সঙ্গে গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় শনাক্তকরণ ও প্রকাশ রোধে নীতিমালা বা নির্দেশনা প্রণয়নে সরকারকে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে। গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় শনাক্তকরণ পরীক্ষা বন্ধে নির্দেশনা চেয়ে গত মাসের শেষ সপ্তাহে সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর এক রিট আবেদেনের প্রাথমিক শুনানি নিয়ে আদালত এই রুল জারি করে। স্বাস্থ্য সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সাত বিবাদীকে ছয় সপ্তাহের মধ্যে ওই রুলের জবাব দিতে বলা হয়। যদিও সরকারের স্বপ্রণোদিত হয়ে এই কাজটি করা উচিৎ ছিল কিন্ত তা করা হয়নি। আমরা আশা করি আদালতের নির্দেশের পর এবার সংশ্লিষ্টদের বোধোদয় হবে এবং গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ নিয়ন্ত্রণে এবার একটি সুনির্দিষ্ট নীতিমালা হবে।