সুন্দরবনের আদলে দেবহাটা রূপসী ম্যানগ্রোভ বনে বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা থাকায় অসংখ্যা মানুষের সমাগম ঘটে এই স্থানে। জেলা ও জেলার বাহিরে বিভিন্ন প্রান্ত থেকে শান্তির পরশ পেতে বিনোদনের জন্য আসেন এখানে। প্রতিবছরে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ উপভোগ করতে আসে প্রকৃতির এই অপরুপ দৃশ্য। সেই সাথে রান্নাবান্না করে ধুমধাম চড়-ই ভাতিও করে। তাছাড়া শীতের প্রথম থেকে চলে পিকনিক উৎসব। কয়েক মাস ধরে চলতে থাকে উৎসবের আমেজ। বর্তমানে নারী, পুরুষের জন্য নামাজের ঘর, বসার স্থান, বাথরুম, পিচ ঢালা রাস্তা, রান্নাঘর, শিশু পার্ক, বনের ভিতর বাঁশের তৈরী ট্রেইল, সেলফি পয়েন্ট সহ বিভিন্ন সুবিধা রয়েছে। ভারতের টাকি পৌরসভার বিপরীতে ইছামতি নদীর তীরে গড়ে ওঠা এই বিনোদন কেন্দ্র থেকে উপভোগ করা যায় নদীর রুপ। স্থানটি অনেক নিরিবিলি, মনোমুগ্ধকর হওয়ায় বারবার আসার আগ্রহ তৈরী হয় প্রকৃতি প্রেমী দর্শণার্থীদের। কিন্তু বনটিতে আসার জন্য ডাঃ বিধান চন্দ্রের বাড়ি হতে পিচ ঢালা রাস্তা দিয়ে বাস, মাইক্রোবাসসহ সব ধরণের যানবহন আসা যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু রাস্তার মধ্যে একটি মাদ্রাসা ও একটি মন্দির অপরিকল্পিতভাবে সড়কের উপরে তৈরী করায় বাসসহ বড় যানবাহন আসা যাওয়ায় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এতে আটকে যাচ্ছে সবধরণের পরিবহন যাওয়া আসা। এমনকি আগত দর্শণার্থীরা মুখ ফিরিয়ে নিতে চলেছে। স্থানীয় বাসিন্দারা জানান, বিধান চন্দ্ররের বাড়ি হতে রুপসী ম্যানগ্রোভ যাওয়ার জন্য একটি পিচের রাস্তা নির্মান করা হয়েছে। কিন্তু শিবনগর এলাকার খানপাড়া এবতেদায়ী মাদ্রাসার একটি রুম ও শীবনগর মন্দিরের সামনের কিছু অংশের জন্য গাড়ি চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। তবে তারা জানান, মাদ্রাসার পক্ষ থেকে ঐ ঘরটি ভেঙ্গে নেওয়ার জন্য স্থানীয় মুসল্লিরা সম্মত হলেও মন্দিরটি কমিটির নেতৃবৃন্দ ঐ মন্দিরের বাড়তি অংশ নিতে সম্মত হচ্ছেননা। যদি সামান্য কিছু অংশ পিছিয়ে নেয়া হতো তাহলে অনেক সহজেই যাওয়া আসা যাবে। ঐ মন্দিরের সভাপতি সঞ্জয় কুমার জানান, প্রশাসনের পক্ষ থেকে রুপসী ম্যানগ্রোভের উন্নয়নে আমাদেরকে বললে তিনি মন্দিরের সামনের একটি কার্নিশ ভেঙ্গে নিতে সম্মত হলেও স্থানীয় শ্যামল নামে এক ব্যক্তি বাধা প্রধান করায় সেটি করা সম্ভব হচ্ছেনা। সঞ্জয় জানান, তিনি সভাপতি হওয়ার পরেও তার কথা না শুনে স্থানীয় ২/১ ব্যক্তি প্রতিবন্ধকতা করার কারণে তিনি ঐ মিন্দর কমিটি থেকে অবিলম্বে পদত্যাগ করবেন। রুপসী ম্যানগ্রোভে বিনোদন কেন্দ্রের ম্যানেজার দিপঙ্কর ঘোষ জানান, স্পটটির প্রচার বাড়ছে। শীত মৌসুম জুড়ে পিকনিক উৎসব চলছে। আগত দর্শাণার্র্র্থীদের জন্য সব ধরণের সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে। তবে এখানে আসার রাস্তার দুই স্থানে কিছু প্রবন্ধকতা রয়েছে যার কারণে অনেকে গাড়ি নিয়ে আসতে না পেরে ফিরে যাচ্ছে। বিষয়টি সমাধাণের জন্য কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এদিকে, বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন জানান, রূপসী ম্যানগ্রোভ দেবহাটা উপজেলার সম্পদ তাই এর উন্নয়ন ত্বরান্বিত করতে প্রশাসন কাজ করে যাচ্ছে। রাস্তার প্রতিবন্ধকতার বিষয়টি খোঁজ নিয়ে সমস্যা সমাধানের ব্যবস্থা করা হবে।