রাজশাহী মহানগরীতে নির্মিতব্য প্রথম ফ্লাইওভারের কাজ আগামী মার্চ মাসে শেষ হতে যাচ্ছে। আর সবকিছু ঠিক থাকলে আগামী এপ্রিলেই যান চালাচলের জন্য এ ফ্লাইওভারটি চালু করা হবে। রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উদ্যোগে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে রাজশাহী মহানগরীর উন্নয়নে এমন বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এ ফ্লাইওভারের নির্মাণ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১৮২ কোটি ৬৮ লাখ টাকা। এরমধ্যে ফ্লাইওভার নির্মাণে ব্যয় হচ্ছে ২৯ কোটি ২৮ লাখ ৭৭ হাজার ৫৩২ টাকা।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, ‘ইতিমধ্যে মহানগরীর আলিফ লাম মিম ভাটার মোড় থেকে মেহেরচন্ডী পর্যন্ত ফোরলেন সড়ক এবং ফ্লাইওভার নির্মাণ কাজ প্রায় শেষের পথে। সেই সঙ্গে দুর্ঘটনা এড়াতে উন্নয়ন প্রকল্পের আওতায় রাজশাহী মহানগরীর ৬টি রেল ক্রসিংয়ে ওভারপাস তৈরি করা হবে।’
ফ্লাইওভার নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান ডিয়েনকো লিমিটেডের প্রজেক্টর ম্যানেজার মাহাবুবুল আলম বলেন, ‘ফ্লাইওভারের ৯০ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ফ্লাইওভারের দুই পাশের ৬০ থেকে ৬২ মিটার সড়ক নির্মাণ করতে হবে। যে কাজটিও দ্রুত শেষ করা হবে। আশা করছি আগামী মার্চের মধ্যে সব কাজ শেষ হয়ে যাবে। ফলে আগামী এপ্রিলেই যান চালাচলের জন্য এ ফ্লাইওভার খুলে দেয়া সম্ভব হবে বলে আশা করছি।