চীনসহ বিশে^র বিভিন্ন দেশে সংক্রমিত করোনা ভাইরাস প্রতিরোধে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের জরুরি সভা মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে সভায় করোনা ভাইরাস সম্পর্কে তথ্য প্রদান এবং এর থেকে পরিত্রাণের উপায় নিয়ে আলোচনা করেন কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোয়াজ আবরার। তিনি বলেন, এই মুহূর্তে করোনা ভাইরাস নিয়ে আতংকিত হওয়ার মতো কিছু নেই। সাবধানতা অবলম্বন করলেই ভাইরাসটিকে প্রতিরোধ করা সম্ভব। এর মধ্যে রয়েছে সবসময় মাস্ক ব্যবহার করতে হবে, এ্যালকোহল সম্মৃদ্ধ হ্যান্ড স্যানিটাইজার ওয়াশ দিয়ে ভালভাবে হাত ধুতে হবে, মাংস পর্যাপ্ত সিদ্ধ করে খেতে হবে, ঘন ঘন পানি পান করতে হবে ও গণপরিবহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। তিনি আরও বলেন, মুরগির মাংস বিক্রির স্থানের বর্জ তাৎক্ষণিক ভাবে পরিস্কার করতে হবে, মুরগির খামারে জৈব নিরাপত্তা জোরদার করতে হবে এবং সংক্রমন না ঘটতে পারে এমন নিরাপত্তা নিয়ে খামারে প্রবেশ করতে হবে। জরুরি সভায় করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ে আলোচনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, দিপালী রাণী ঘোষ, থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার শামসুন্নাহার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনোজিত মন্ডল, সহকারী শিক্ষা অফিসার নয়ন কুমার সাহা, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্রুত পদক্ষেপ নিয়ে করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবেলা করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয় তুলে ধরেন এবং এসব বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, মাধ্যমিক শিক্ষা অফিসকে বিশেষ নির্দেশনা প্রদানসহ সকল অধিদপ্তরকে সতর্ক থাকার নির্দেশ দেন। এসময় তিনি জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণা চালানোর পাশাপাশি যাতে কেউ করোনা ভাইরাস নিয়ে অযথা গুজব ছড়িয়ে জনমনে ভীতির সঞ্চার করতে না পারে সেজন্য জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীসহ সচেতন মহলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। জরুরি সভায় বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, ইউপি সচিব ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।