ভ্রাম্যমান আদালতর অভিযান চালিয়ে শ্যামনগর উপজেলা সদরের সুন্দরবন ব্রিকস নামীয় ইট ভাঁটা মালিক আনছার আলী ও বেকারী মালিক বাপ্পী সাহাকে অর্থদন্ড দিয়েছে। সোমবার বেলা আড়াইটার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুল হাই সিদ্দিকীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতে প্রতিষ্ঠান দুটিকে যথাক্রমে ৪০ হাজার ও ২৫ হাজার টাকা করে জরিমানা করে।
জানা গেছে ইট প্রস্তুত ও ভাঁটা নিয়ন্ত্রন আইন লংঘনসহ লাইসেন্স নবায়ন না করায় আনছার আলীকে ৪০ হাজার টাকা জরিমা করা হয়। এ ছাড়া খাদ্য প্রাকেজিংসহ অপরিস্কার অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য সংরক্ষন করায় ভোক্তা অধিকার ও সংরক্ষন আইনের আওতায় নকিপুর বাজারের সুন্দরবন বেকারীর মালিক বাপ্পী সাহাকে ২৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।