কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী কৃষক গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
ঐ কৃষকের স্বজনরা জানান, মঙ্গলবার সকাল ১০ টার দিকে দৌলতপুর উপজেলার রামকৃঞ্চপুর ইউনিয়নের মরারচর গ্রামের সলেমান মোল্লা, ছলিমের চর গ্রামের গাজিউর, রুবেল ও সাহাবুল নামে ৪ কৃষক ভারত সীমান্তের ১৫৭/২ (এস) পিলার সংলগ্ন জিরো পয়েন্টে নিজেদের আবাদ করা সরিষা কাটতে যায়। এ সময় ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানার মুরাদপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ করে গুলি বর্ষণ করলে কৃষক সলেমান মোল্লা (৫০) গুলিবিদ্ধ হয়ে আহত হয়। সে মরারচর গ্রামের সহাবত মোল্লার ছেলে। এ সময় অণ্য কৃষকেরা পালিয়ে যায়। বিএসএফ সদস্যরা সলেমান কে গুলিবিদ্ধ অবস্থায় মুরাদপুর ক্যাম্পে নিয়ে যায়। পায়ে গুলিবিদ্ধ হওয়ায় বিএসএফ এর তত্বাবধায়নের চিকিৎসা করা হচ্ছে বলে স্থানীয় ইউপি সদস্য আইয়ুব আলী নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে ৪৭ বর্ডার গার্ড (বিজিবি) এর চিলমারী েেকাম্পানী কমান্ডার সুবেদার গোলাম হোসেন জানিয়েছেন, হতাহতের বিষয়টি তিনি নিশ্চিত নন। তবে, তিনি গুলির শব্দ পেয়ে বিএসএফ কে এর কারণ জানতে চেয়ে পত্র দিয়েছেন।