পাবনার চাটমোহরে ইঁভাটার মালিকরা মানছেন না ইট তৈরি ও ভাঁটা স্থাপন আইন। তারা নিজেদের ইচ্ছেমতো আবাসিক,কৃষি জমি ও পরিবেশ সংকটাপন্ন এলাকায় ইঁভাটা স্থাপন করেছে। পরিবেশ অধিদপ্তরের কোন প্রকার ছাড়পত্র ছাড়াই শুধুমাত্র ইউনিয়ন পরিষদ থেকে একটি ট্রেড লাইসেন্স নিয়ে স্থাপন করা এসকল ভাঁটা থেকে প্রতিনিয়ত কালো ধোঁয়া,নির্গমণ হচ্ছে। এত ফল ফলাদিও মারাত্মক ক্ষতির পাশাপাশি জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। এসকল ইটভাটায় কোন প্রকার অনুমোদন না থাকলেও ফলদ ও বনজ বৃক্ষ পোড়ানোতে এক ধাপ এগিয়ে। ইঁভাটার কারণে কায়ুদূষণের মাত্রা আশংকাজনকহারে বেড়েছে। দেদারছে পুড়ছে কাঠ।
চাটমোহর উপজেলার ১১টি ইঁভাটার মধ্যে সম্প্রতি দুটি ইটভাটায় অভিযান চালিয়ে গুড়িয়ে দেয় জেলা প্রশাসন। অপর দুটিকে জরিমানা করা হয়অ কিন্তু তাতে কী,ফের মহা সমারোহে তা চলছে। উপজেলায় সিটিবি নামে অনুমোদন বিহীন দুইটি ইঁভাটা রয়েছে। তারা কোন কিছুরই তোয়াক্কা করছে না। এ দুইটি ইটভাটা যেমন ফসলি জমিতে স্থাপন করা হয়েছে,তেমনি ধোঁয়া আর ধূলায় আশপাশের বাগানে ফলদ গাছ আর জমির ফসল বিনষ্ট হচ্ছে। এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এয়াড়া উপজেলার ছাইকোলা,বওওশা ঘাট,মহাজেরপাড়া,হরিপুর ও ছাইকোলায় এশাধিক ইটভাটায় অবাধে পোড়ানো হচ্ছে কাঠ। তবে এদের কোন প্রকার অনুমোদন নেই। প্রশাসন এদের বিরুদ্ধে এখনো কোন ব্যবস্থা নেয়নি।