বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএমএমএমইউ থেকে পাঠানো এক প্রেস রিলিজে এই তথ্য নিশ্চিত করা হয়।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তাকে হাসপাতাল থেকে বাসায় ফিরে যাওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়।
প্রেস রিলিজে বলা হয়, শ্বাসকষ্ট ও হৃদরোগজনিত সমস্যা নিয়ে গত (৩১ জানুয়ারি) শুক্রবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)-এ ভর্তি হন ওবায়দুল কাদের। পরের দিন (১ ফেব্রুয়ারি) শনিবার কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসানের তত্ত্বাবধানে তাকে ৪১২ নম্বর কেবিনে স্থানান্তর করা হয়। এ সময় তার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল। আজ মঙ্গলবার সকালে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক, কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসান প্রমুখ।