নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে মঙ্গলবার সকালে বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধণ করা হয়েছে। সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশালের আয়োজনে প্রধানঅতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধণ করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। অশ্বিনী কুমার টাউন হলে উদ্বোধণী সভায় সচেতন নাগরিক কমিটির জেলা সভাপতি শাহ্ সাজেদার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রাকিব। দুই দিনব্যাপী তথ্য মেলায় সরকারী ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।