বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও কুষ্টিয়া -৩ আসনের সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, জয় বাংলা রনাঙ্গনের শ্লোগান। যে শ্লোগনে বাংলার মুক্তিকামী মানুষ উদ্দীপ্ত হয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলো। সেই শ্লোগান নিষিদ্ধ করেছিল বিএনপি। মুক্তিযুদ্ধের চেতনা কে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছিল তারা। তিনি মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়ার ভেড়ামারা সরকারী মহিলা কলেজে নবীন বরন অনুষ্ঠানে যোগ দিয়ে উপর্যুক্ত কথা গুলো বলেন। তিনি আরো বলেন,বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধু মানেই লাল সবুজের পতাকা। বঙ্গবন্ধু’র দৃঢ় নেতৃত্বেই ১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছিল। বিএনপির আমলে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ এর ভাষন বাজানো যেতো না। তারা নিষিদ্ধ করেছিল। অথচ সেই বক্তব্যই আজ বিশ্বের শ্রেষ্ট বক্তব্য হিসেবে ইউনেসকো সংরক্ষন করেছে। বাঙ্গালী হিসেবে আমরা গর্বিত বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের জন্য। ভেড়াামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরন অনুষ্ঠানে ভেড়ামারা সরকারী মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠানের বক্তব্য রাখেন, কানাডিয়ান সরকার’র নিগোসিয়েটর, অবসরপ্রাপ্ত প্ল্যানিং ডাইরেক্টর রবিউল আলম, সংস্থাপন মন্ত্রণালয়’র সাঊেশ সচিব যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রশিদুল আলম, শহীদ আবদুর রব সেরনিয়াবাত এর কন্যা ও বাংলাদেশ আওয়ামীলীগ’র উপদেষ্টা কমিটির সদস্য মিসেস হাবিবা আলম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাগ্নী যুব উন্নয়ন অধিদপ্তর’র অবসরপ্রাপ্ত পরিচালক শহিদুল আলম, বাংলাদেশ আওয়ামীলীগ’র সহ সভাপতি এম এ আজিজা খানম কেয়া, মিসেস ফাতেমা আশরাফী প্রমুখ।