পাবনার সুজানগরের নাজিরগঞ্জ-হাসামপুর সড়ক এখন নামেই পাকা সড়ক। এ সড়কের অধিকাংশ জায়গা থেকে কার্পেটিং উঠে কাঁচায় পরিণত হয়ে গেছে। এতে সড়কটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয় ইউপি সদস্য হারুন শেখ জানান, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের আওতাধীন ৪কিলোমিটার দীর্ঘ ওই সড়কটি গত ৮/১০বছর আগে পাকা করা হয়। এর ২/৩বছর পর সড়কের অধিকাংশ জায়গা থেকে কার্পেটিং উঠে গেলে কর্তৃপক্ষ সংস্কার করেন। কিন্তু আবার কার্পেটিং উঠে গেছে। স্থানীয় আওয়ামী লীগ নেতা হোসেন সরদারসহ এলাকাবাসী অভিযোগ করে বলেন গত ২/৩ বছর আগে সংশ্লি¬ষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান তাদের ইচ্ছামতো অত্যন্ত নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে সড়কটি সংস্কার করেন। ফলে সংস্কারের কিছুদিনের মধ্যে সড়কটির কার্পেটিং উঠে যায়। তাছাড়া সড়কটি দিয়ে প্রতিদিন বালু ভর্তি ভারি ট্রাক চলাচল করে। এতে সড়কের বেশিরভাগ জায়গা থেকে কার্পেটিং উঠে পাকা ওই সড়ক কাঁচায় পরিণত হয়ে গেছে। সাবেক ইউপি সদস্য আবদুল ওহাব বলেন সড়কটি দিয়ে প্রতিদিন শত শত জনসাধারণ ভ্যান এবং সিএনজিসহ বিভিন্ন যানবাহনযোগে নাজিরগঞ্জ বাজার তথা উপজেলা সদরে যাতায়াত করেন। সেই সঙ্গে এলাকার শিক্ষার্থীরা ওই একমাত্র সড়ক দিয়ে নাজিরগঞ্জ স্কুল এ- কলেজসহ স্থানীয় একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। কিন্তু সড়কটির কার্পেটিং উঠে চলাচলের অনুপযোগী হয়ে যাওয়ায় এলাকার সর্বস্তরের মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান বলেন সড়কটি সংস্কারের ব্যাপারে উপজেলা প্রকৌশল বিভাগকে বার বার বলা সত্ত্বেও কোন উদ্যোগ গ্রহণ করছেন না। তবে উপজেলা প্রকৌশলী আবুল হাশেম বলেন সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলে সংস্কার করা হবে।