বাক প্রতিবন্ধী হয়েও জীবন থেমে নেই জুঁই আক্তারের। সে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। বাঘা ইসলামী একাডেমি কেন্দ্রের ৫ নম্বর কক্ষে চলতি এসএসসি পরীক্ষা দিচ্ছে।
জুঁই রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের নিশ্চিস্তিপুর গ্রামের জালাল মিঞার মেয়ে।
সে শিক্ষা গ্রহণ করে উচ্চশিক্ষিত হতে চায়। জুঁই জন্মগত বাক প্রতিবন্ধী। কিন্তু তার বাবা-মায়ের প্রচেষ্টায় প্রতিবন্ধী হয়েও সে সব কাজ করতে পারে।
জুঁই বারোখাদিয়া উচ্চবিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্রী। দ্বিতীয় শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত লেখাপড়ায় ভালো রেজাল্ট করে আসছে।
বারোখাদিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রুস্তম আলী বলেন, জুঁই বাক প্রতিবন্ধী হলেও তার মেধা অন্য ছাত্র-ছাত্রীদের চেয়ে অনেক ভালো। এছাড়া তার হাতের লেখাও ভালো।
কেন্দ্র সচিব আবদুল হামিদ বলেন, জুঁই বাক প্রতিবন্ধী হয়েও সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে। সে কোনো কথা বলতে পারে না, অথচ প্রশ্নপত্র পাওয়ার পর অন্য কোনো দিকে খেয়াল নেই। তার ইচ্ছামতো পরীক্ষার খাতায় লিখছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, জুঁই বাঘা ইসলামী একাডেমি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে দেখেছি। তবে তার হাতের লেখা অন্যাদের চেয়ে ভালো।