বগুড়ার শাহজাহানপুরে এলাকার বখাটে নামধারী যুবকদের হাতে ৩কলেজ ছাত্রী শারীরিক ভাবে লাঞ্চিত হবার খবর জানা গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে উপজেলার বৃ কুষ্টিয়া এলাকায়।
জানা গেছে, সোমবার বিকালে এলাকার স্থানীয় কয়েকজন শিক্ষার্থী গ্রামের পাশ্ববর্তী এলাকায় বেড়াতে যায়। এ সময় সেখানে থাকা কয়েকজন উঠতি বয়সী বখাটে যুবক তাদের পিছু নেয়। এর একপর্যায়ে তারা ওই ছাত্রীদের ঘিড়ে ধরে এবং শারীরিক ভাবে হেনস্তা করা শুরু করে।
ওই সময় ছাত্রীরা ঘটনার প্রতিবাদ জানালে, বখাটেরা তাদের মারপিট করে এবং তাদের টাকা পয়সা ও মোবাইল ফোন ছিনতাই এর চেষ্টা করে। এ সময় ছাত্রীদের চিৎকারে গ্রামের লোকজন সঙ্গবদ্ধ ভাবে এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়। পরে গ্রামবাসীরা লান্ছিত ছাত্রীদের উদ্ধার করে একটি বাড়ীর আশ্রয়ে নিয়ে যায় এবং পুলিশে খবর দেয়। পরে শাহজাহানপুর পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌছে ওই ছাত্রীদের উদ্ধার করে এবং তাদের পরিবারের নিকট হস্তান্তর করে।
এদিকে গ্রামবাসীর অভিযোগে জানা গেছে, এলাকার বৃ-কুষ্ঠিয়া গ্রাম ও এর আশপাশের দৃষ্টি নন্দন সুন্দর্য দেখতে কেউ বেড়াতে এলে এলাকার কতিপয় বখাটেরা তাদের বিভিন্ন ভাবে হয়রানী করে থাকে। তাদের অভিযোগ, আইনশৃঙ্খলা বহিনী এ বিষয়ে একটু নজর দিলে এলাকাবাসী স্ততিতে চলাফেরা করতে পারবে। ঘটনার সংবাদে অঞ্চলে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে।
এ দিকে এ বিষয়ে সন্ধ্যায় বগুড়ার শাহজাহানপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি সার্বিক) মুহাঃ আজিমুদ্দিনের সাথে কথা বলা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বখাটেদের চিহ্নিত করার চেষ্টা চলছে। পরে তাদের আইনের আওতায় নেয়া হবে।