দাকোপে ৪টি পৃথক কেন্দ্রে এস এস সি,দাখিল ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনে দাকোপে অনুপস্থিতির সংখ্যা ১০ জন।
জানা যায়, চালনা বিল্লালিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার প্রখম দিনে মোট ১২২ জন পরিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১২১ জন। এস এস সিতে চালনা বাজার সরকারী বালিকা বিদ্যালয় ও চালনা বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ৭৬০ জন পরিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৭৫৩ জন। বাজুয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ও বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে মোট ৬৯২ পরিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৬৯১ জন। এ ছাড়া চালনা কেসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এস এসসি ভোকেশনাল ৭৮ জনের মধ্যে ৭৭ জন অংশ নেয় বলে জানা গেছে।