পল্লী বিদ্র্যুৎ সমিতিতে কোন দূর্নীতি থাকবে না, কমানো হবে সব ধরণের দূর্ঘটনা। সেই সঙ্গে বন্ধ হবে ট্রান্সফরমার ও তার চুরি। “মুজিব বর্ষ-পল্লী বিদ্যুতের সেবা বর্ষ” “হয়রানীমুক্ত বিদ্যুতের অঙ্গিকার, শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল সোমবার সকালে দাকোপের বারুইখালী আশ্রয়ন প্রকল্প গ্রামে গ্রাহক সেবায় পল্লী বিদ্যুতের সচেতনতা মূলক “উঠান বৈঠক”অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠকে উপস্থিত গ্রাহকগন বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে তাৎক্ষনিক সমস্যা সমাধান করা হয়। আশ্রয়ণ প্রকল্পের সোনাভানু অর্থের অভাবে বিদ্যুতের সংযোগ নিতে পারছেনা উল্লেখ করলে উপস্থিত পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাহী প্রকৌশলী মোঃ আজিজুস সালাম প্রধান অতিথির বক্তৃতাকালে তাৎক্ষণিক দাকোপ পল্লী বিদ্যুতের ইনচার্জ একানুর ইসলাম খানকে নির্দেশ দেন কোন খরচ ছাড়াই তার ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য। বারুইখালী গ্রামের মাহবুব রহমান নতুন মিটারের সংযোগ নিতে চাইলে সঙ্গে সঙ্গে মিলে যাই তার নতুন মিটার সংযোগ। এ ছাড়া চালনা গ্রামের পল্লী বিদ্যুতের গ্রাহক মহিদুলের বাসার মিটারটি সরানোর প্রয়োজন,সেটাও একই দিনে সমাধান করা হয়। এভাবে পল্লী বিদ্যুত গ্রাহকদের নানা সমস্যার সমাধান মিললো উঠান বৈঠকের মাধ্যমে। এগুলোর সবই সম্ভব হয়েছে পল্লী বিদ্যুতের আয়োজনে পরিচালিত উঠান বৈঠকের মাধ্যমে।
চালনা পল্লী বিদ্যুৎ সমিতি সুত্রে জানা যায়,পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা ১৮টি দলে বিভক্ত হয়ে গ্রাহকদের সচেতন করতে বাড়ি বাড়ি গিয়ে উঠান বৈঠক করছেন। গত তিন মাসে ৫৩টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ফলে চালনা পৌরসভাসহ উপজেলার ৯টি ইউনিয়নে ৩ হাজার ৩শ’ নতুন গ্রাহক বিদ্যুৎ সংযোগ পেয়েছে। কর্তপক্ষ আশা করছেন আগামী জুনের মধ্যে গোটা উপজেলায় প্রতিটি বাড়ি গ্রাম মহল্লা পল্লী বিদ্যুতের আওতায় আসবে। পল্লী বিদ্যুৎ সমিতি খুলনার সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ আলতাফ হোসেন বলেন, সমিতির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) মঈন উদ্দিনের নির্দেশে গ্রাহকদের বিদ্যুত সেবা নিশ্চিত করতে তারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে বেশ কিছু পরিবর্তন এসেছে। আলোর ফেরিওয়ালার মাধ্যমে গ্রাহকদের বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌছে দেওয়া হচ্ছে। গ্রাহকদের হয়রানী বন্দে গ্রামাঞ্চলে অভিযোগ কেন্দ্র স্থাপন করা হচ্ছে। তিনি বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে যে কোন অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান। আশ্রয় প্রকল্পের সমিতি সভাপতি আব্দুর রহিম সানার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি জেলারেল ম্যানেজার (কারিগরি) মোঃ আল মামুন, এজিএম (সদস্য সেবা) মোঃ তারিক বিন আব্দুল মান্নান, ওয়ারিং পরিদর্শক মোঃ জাকির হোসেন, দাকোপ ইনচার্জ অ/কে মোঃ একানুর ইসলাম খান প্রমুখ।