বগুড়া প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বিদায়ী কমিটির সভাপতি, দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক বলেছেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করে বগুড়ার উন্নয়ন এগিয়ে নিতে হবে। পেশাগত দক্ষতা বৃদ্ধিসহ সাংবাদিকদের স্বার্থ সংরক্ষনে পদক্ষেপ নিতে হবে। বগুড়া সহ উত্তরাঞ্চলের সমস্যা তুলে ধরে তা সমাধানে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে হবে। বগুড়া প্রেসক্লাব ভবন নির্মানে নবনির্বাচিত কার্যনির্বাহি পরিষদ কাজ করবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি সোমবার বগুড়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহি কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কথাগুলো বলেন। বেলা সাড়ে ১১ টায় ক্লাব মিলনায়তনে নবনির্বাচিত ও বিদায়ী কমিটির যৌথ সভায় দায়িত্ব প্রদান করা হয়।
প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আমজাদ হোসেন মিন্টু ও শফিউল আযম কমল এ সময় নবনির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি মাহমুদুল আলম নয়ন, সাধারণ সম্পাদক আরিফ রেহমান, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জেএম রউফ। এ সময় নবনির্বাচিত সহ-সভাপতি আবদুস সালাম বাবু, আবদুল মোত্তালিব মানিক, এস.এম কাওছার, যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন পল্লব, কোষাধ্যক্ষ কমলেশ মহন্ত সানু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মেহেরুল সুজন, ক্রীড়া সম্পাদক ইলিয়াস হোসেন, পাঠাগার সম্পাদক এইচ আলিম, কার্যনির্বাহী সদস্য তানসেন আলম, মিলন রহমান, প্রদীপ ভট্টাচার্য্য শংকর, আবদুর রহিম, ইনসান আলী শেখ, ফরহাদুজ্জামান শাহী, প্রবীর মহন্ত সহ উপস্থিত ছিলেন বিদায়ী কমিটির রেজাউল হাসান রানু, জি এম সজল, মাসুদুর রহমান রানা, আবুল কালাম আজাদ, তোফাজ্জল হোসেন, সবুর আল মামুন। অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক প্রেসক্লাব ভবন নির্মান সহ সকল কর্মকা- আরো গতিশীল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।