বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপের শীতলক্ষা অঞ্চলের ফাইনালে পাবনা ও কুষ্টিয়া মধ্যে খেলা গোল শুন্য ড্র হয়েছে। তবে পয়েন্টে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হয়েছে পাবনা।
সোমবার বিকেলে পাবনার শহীদ আমিন উদ্দিন ষ্টেডিয়ামে মুখোমুখি হয় পাবনা ও কুষ্টিয়া। অনেবদনি পর একটি ফাইনাল ম্যাচ। তাই খেলা উপভোগ করতে মাঠে হাজির হন অনেক দর্শক।
খেলার শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে খেলা জমিয়ে তোলে দু’দল। কিন্তু প্রথমার্ধে পুরো খেলায় টান টান উত্তেজনা থাকলেও কোন গোলের দেখা পাননি কোনো দল। উভয় দলই বেশ কয়েকবার গোলের সুযোগ পেলেও ব্যার্থ হয়।
সেই ধারা অব্যাহত থাকে দ্বিতীয়ার্ধেও। কোন পক্ষই কাংখিত গোল না পাওয়ায় এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে দু’দল। তবে খেলা গোলগুন্য ড্র হলেও পয়েন্টে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হয় পাবনা। এর আগে গত ৩১ জানুয়ারি কুষ্টিয়া ষ্টেডিয়ামে পাবনা ১-০ গোলে কুষ্টিয়াকে পরাজিত করে।