বগুড়ায় পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী সহ ৩ জন নিহত হয়েছেন। পৃতক ঘটনা ২টি ঘটেছে সোমবার সকালে শিবগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কের মোকামতলা বন্দরের চৌকিরঘাট ও শাজাহানপুর উপজেলায়।
নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার দেওয়ানাই সাহাপুর গ্রামের রফিকুলের ছেলে হানজেলা (২৪) এবং মুরাদপুর গ্রামের খাইরুল ড্রাইভারের ছেলে, মহাস্থান মাহী সাওয়ার ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী রনি (১৮) এবং অপরজন শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের চাগুইর গ্রামের মামুন মিয়ার ছেলে রবিন (২৪)। রবিন ওষুধ কোম্পানিতে চাকরি করতেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল আনুমানিক সোয়া ৯টার দিকে হানজেলা ও রনি মোটরসাইকেল যোগে মোকামতলা বন্দরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে পাবনাগামী একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে তাদের মোটর মুখোমুখি সংর্ঘষ হয়। এতে মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়।
অপরদিকে একই দিন সকাল ১১টার দিকে বগুড়ার শাজাহানপুরে কামারপাড়া গ্রামের রাস্তায় ট্রাক চাপায় রবিন (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন
এ ব্যাপারে শাজাহানপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি সর্বিক) আজিম উদ্দিন বলেন, নিহত রবিন সোমবার সকালে মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে কামারপাড়া গ্রামের রাস্তায় ইটভাটার মাটিবহন করা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। নিয়ে যান। এ ঘটনায় চালক ও হেলপারকে আটক করা না গেলেও স্থানীয় জনতা ট্রাকটি আটক করে।