সারাদেশের মত জামালপুরেও এসএসসি,দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।
গতকাল ৩ফেব্রুয়ারী সোমবার সকালে জামালপুর জিলা স্কুল কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক কবীর উদ্দীন,জিলা স্কুলের প্রধান শিক্ষক শামসুন নাহার মাকছুদাহহ আরও অনেকে। এবার জামালপুর জেলায় ৭ টি উপজেলায় এসএসসি,দাখিল ও ভোকেশনাল মিলে ৭৬ টি কেন্দ্রে মোট ৪১ হাজার ৮শ ৬জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। যার মাঝে এসএস সি তে ৩১ হাজার ৩১৫ জন,ভোকেশনালে ৫ হাজার ৪০৮ জন ও দাখিলে ৫ হাজার ৬৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।