মোল্লাহাটে জমি কিনে দেয়ার নামে সারাজীবেনর সঞ্চয় ও প্রবাসী মেয়ের কষ্টার্জিত টাকা আত্মসাত ঘটনার বিচার দাবীতে দ্বারে দ্বারে ঘুরছেন রেহানা বেগম নামে এক অসহায় বিধবা। বাজার মূল্যের অর্ধেক আট লক্ষ টাকায় দুই বিঘা জমি কিনে দেয়ার কথা বলে সাত লক্ষ ত্রিশ হাজার টাক নিয়ে আত্মসাত করা হয়েছে মর্মে এ অভিযোগ করছেন ওই বিধবা মহিলা।
স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তি ও জন-প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দ্বারে দ্বারে
ঘুরেও কোন কুল-কিনারা না পাওয়ায় বাগেরহাট পুলিশ সুপারের নিকট আবেদন করেছেন রেহানা বেগম। ওই অভিযোগ ও ভিকটিম সুত্রে প্রকাশ, আস্তাইল গ্রামের মৃত হবি মোল্লার ছেলে মিরাজ মোল্লা (৪০) একই গ্রামের অসহায় বিধবা রেহানার বাড়িতে যাতায়াত করতেন। মিরাজ একপর্যায়ে জানতে পারেন যে, রেহানা বেগমের কাছে তার সারাজীবনের সঞ্চয় ও প্রবাসী মেয়ের টাকা মিলে কয়েক লক্ষ টাকা আছে। এরপর ওই টাকা আত্মসাতের লক্ষে বাড়ির অদুরে প্রচলিত মূল্যের অর্ধেক মূল্যে দুই বিঘা জমি কিনে দেয়ার কথা বলে মিরাজ। এমনকি লোকজন জানা-জানি হলে ওই জমি বেশি দামে বিক্রি হয়ে যাবে। রেহানা বেগম প্রথমে রাজী না হলেও একপর্যায়ে লাভের আশায় রাজী হয় এবং পর্যায়ক্রমে টাকা নিতে থাকে মিরাজ। এভাবে সাত লক্ষ ত্রিশ হাজার টাকা নেয়ারপর দলিল সম্পাদনের কথা বল্লে আজ-কাল করে ঘুরাতে থাকেন মিরাজ। এরপর টাকা ফেরত চাইলে সে সাফ অস্বিকার করেন। এরপরই শুরু হয় রেহানা বেগমের আহাজরী ও বিভিন্ন দ্বারে দ্বারে ঘোরা। অবশেষে গত ১০/১২/২০১৯ ইং তারিখে বাগেগরহাট পুলিশ সুপার বরাবরে লিখত অবিযোগ করেন ভুক্তভোগী রেহানা বেগম। রেহানা বেগম আরো জানান-তিনি নিতান্ত অসহায়, তাই তার কথা কেউ শোনে না। তিনি এ জঘণ্য আত্মসাত ঘটনার যথাযথ বিচার দাবীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্থক্ষেপ প্রার্থনা করেন।
অভিযোগের বিষয়ে মিরাজ মোল্লা বলেন-তিনি অল্প কিছু টাকা ধার নিয়েছেন, জমি কিনে দেয়ার বিষয় মিথ্যা।