বাগেরহাটে শান্তিপূর্নভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিন বাংলা প্রথমপত্র পরীক্ষায় জেলার ৪৯ টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল এর ১৮৭৫২ জন পরীক্ষায় অংশগ্রহণ করছে। সকাল ১০ টা থেকে পরীক্ষা শুরু হয়। প্রতিটি কেন্দ্রের সামনে অবিভাবকদের ভীড় ছিল চোখে পড়ার মত। এদিকে নকল মুক্ত ও সুষ্ঠভাবে পরীক্ষা গ্রহনের জন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহন করা হয়েছে। জেলা প্রশাসকসহ নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ বিভিন্ন কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন।
বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ বলেন, জেলার ৯টি উপজেলায় মোট ৪৯টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আশা করছি শান্তিপূর্নভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে। নকলমুক্ত ও প্রশ্নপত্র ফাঁস রোধে নানা পদক্ষেপ নেয়া হয়েছে।এসএসসির প্রথম দিনে বাগেরহাটে অনুপস্থিত ১৩১
এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে (সোমবার-৩ জানুয়ারি) বাগেরহাটে ১‘শ ৩১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে এসএসসিতে ৪৮, দাখিলে ৬১ এবং ভকেশনাল (কারিগরি)তে ২২ জন রয়েছে।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শাহিনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এসএসসি বাংলা পরীক্ষায় মোট ১২ হাজার ৯‘শ ৪৩ জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে ১২ হাজার ৮‘শ ৯৫ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। ভকেশনালে ১ হাজার ৪‘শ ১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৩‘শ ৯১ এবং দাখিলে (মাদরাসা) ৩ হাজার ৯‘শ ১৪ জনের মধ্যে ৩ হাজার ৮‘শ ৫৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এ ছাড়া জেলার ৯টি উপজেলায় ৪৯টি কেন্দ্রের কোথাও কোন অপ্রতিকির ঘটনার খবর পাওয়া যায়নি। সর্বোত্রই সুষ্ঠভাবে পরীক্ষা সম্পূর্ণ হয়েছে।