জেলার গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা একেএম করিম খান (৫৮) মোটরসাইকেলের ধাক্কায় গুরুত্বর আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির.....রাজিউন)। তিনি স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যা রেখে গেছেন। সোমবার সকালে মরহুমের জানাজা শেষে নলচিড়া ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামের পারিবারিক কবরস্তানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ও সহকারী কমিশনার ফারিহা তানজিন গভীর শোক প্রকাশ করেছেন।