বরিশালের আগৈলঝাড়ায় উচ্চফলনশীল ধান উৎপাদনের জন্য কৃষক-কৃষানীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের অনুষ্ঠানে কৃষক-কৃষানীদের সোমবার সকালে কৃষি অফিসের হলারুমে প্রশিক্ষণ দেয়া হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো.নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রশিক্ষন পূর্বক আলোচনা অতিথি ছিলেন বরিশাল কৃষি অফিসের অতিরিক্ত পরিচালক মো.নজরুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুভাষ চন্দ্র মন্ডল, সহকারী কৃষি কর্মকর্তা জাফর ইকবাল, মনতোষ সরকার, সুভাষীনি সমদ্দার, তুলি দাস প্রমুখ। পরে উপজেলার ৫টি ইউনিয়নের ৬০ জন কৃষক-কৃষানীকে উচ্চফলনশীল ধান উৎপাদনের জন্য প্রশিক্ষন দেন বরিশাল কৃষি অফিসের অতিরিক্ত পরিচালক মো.নজরুল ইসলাম।