সোমবার বরিশালের আগৈলঝাড়ায় কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে প্রথমদিনের এসএসসি পরীক্ষা শুরুহবে। আগৈলঝাড়ায় ৭টি কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্যে এই পরীক্ষার অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় চলতি বছর মাধ্যমিক, মাদ্রাসা, কারিগরি বোর্ডের পরীক্ষার্থী সংখ্যা হলে ৩হাজার ২শত ৭৮জন। সোমবার সকালে বাশাইল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতিমা আজরীন তন্বী। পরীক্ষা কেন্দ্রহল উপজেলার ভেগাই হালদার পাবলিক একাডেমি কেন্দ্রে ৩শত ৩১জন, শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক কেন্দ্র ৩শত ৪জন, সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র ৬শত ১৪জন, বারপাইকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৬শত ৩৫জন, বাশাইল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৬শত ৮৫জন, বাগধা মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র ৪শত ৩৪জন, মাদ্র্সা বোর্ডের অধীনে গৈলা দাখিল মাদ্রাসা কেন্দ্রে ১শত ৪৯জন ও শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল কেন্দ্রে ১শত ২৬জনসহ মোট ৩হাজার ২শত৭৮ জন পরীক্ষার্থী চলতি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
আগৈলঝাড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতিমা আজরীন তন্বী সাংবাদিকদের জানান, কঠোর নিরাপত্তার মধ্যে শিক্ষার্থীদের তল্লাশী করে কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে। প্রথমদিনের পরিক্ষা শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠিত হয়েছে।