পাবনা জেলা ওষুধ প্রশাসন ও কেমিস্ট এন্ডড্রাগিষ্ট সমিতির উদ্যোগে পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা হাইস্কুলে নকল,ভেজাল,মেয়াদ উত্তীর্ণ ও রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি প্রতিরোধে জসচেতনতামূলক সভা সোমবার সকালে অনুষ্ঠিত হয়। ফৈলজানা বাজার ওষুধ সমিতির সভাপতি মোঃ মনসুর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পাবনার ওষুধ তত্বাবধায়ক কে,এম,মুহসীনিন মাহবুব। বিশেষ অতিথি ছিলেন কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি পাবনার সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান খান পিন্টু,সহ-সভাপতি তারেক ইবনে আনসার,চাটমোহর উপজেলা সভাপতি রফিকুল ইসলাম রফিক,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হেলাল,আটঘরিয়া উপজেলা সভাপতি মোঃ আবু মুসা। সভায় নকল,ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি না করাসহ রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক ওষুধ বিক্রি না করা আহবান জানানো হয়। সভায় ফৈলজানা ইউনিয়নের ওষুধ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।