পাবনার চাটমোহর উপজেলার দিকশী বিল জলমহালটি (যার টিএস কেস নং ১২৯) প্রকৃত মৎস্যজীবি সমিতিকে দীর্ঘ মেয়াদী ইজারা প্রদানের দাবি জানিয়েছে দিকশী বিল সমাজ ভিত্তিক মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ। সমিতি ভূমি মন্ত্রনালয়ের সচিব বরাবর জলমহালটি ইজারা পাওয়ার জন্য আবেদন করেছে। আবেদনে বলা হয়,সমিতির সদস্যদের মৎস্য আহরণ ও মৎস্য সংরক্ষণ একমাত্র পেশা। সকল সদস্যের বাড়ি জলমহালটির পাশর্^বর্তী গ্রামে। জলমহালটি স্বল্প মেয়াদে ইজারা প্রদান করায় এর অস্তিত্ব বিলীন হবার পথে। ফলে জলমহালটি দীর্ঘ মেয়াদী ইজারা প্রদান করা হলে এটা সংস্কারসহ নীতিমালা অনুযায়ী মাছ চাষ ও সংরক্ষণ করা যাবে। সমিতির সদস্যরা মৎস্য উৎপাদনেও পারদর্শী। জলমহালটি দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনার আওতায় ইজারা দেওয়া হলে সরকার রাজস্ব পাবে এবং মাছের চাহিদা পূরণে ভূমিকা রাখবে।