ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের পর জোটগত পরবর্তী পরিকল্পনা করতে আবারও বৈঠক ডেকেছে জাতীয় ঐক্যফ্রন্ট।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে ফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু।
ফ্রন্টের একাধিক সূত্রে জানা যায়, জোটের অন্যতম প্রধান শরিক বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবরণের দুই বছর পূর্ণ হবে আগামী ৮ ফেব্রুয়ারি। এ দিনটিকে সামনে রেখে কর্মকৌশল ও কর্মসূচির কথা চিন্তা করা হচ্ছে। পাশাপাশি কীভাবে ঢাকা সিটি নির্বাচনে সংঘটিত অনিয়মের প্রতিবাদ করা যাবে তার একটি রূপরেখা নিয়ে আলোচনা হবে বৈঠকে। তবে কোনো নেতা বৈঠকের বিষয়ে আগাম মন্তব্য করেননি।